ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড সুন্দরবন, বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে কি?

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বিশেষ প্রভাব পড়েছে সুন্দরবনসহ (Sundarbans) উপকূলবর্তী এলাকায়। শনিবার সন্ধ্যার পর থেকেই তীব্র হয়েছে হাওয়ার গতিবেগ। ঝোড়ো বাতাস বইছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। নিম্নচাপ সরতে শুরু করেছে, কিন্তু এখনই বৃষ্টি কমার সম্ভাবনা নেই। সোমবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।

প্রাকৃতিক দুর্যোগের জেরে বিধ্বস্ত উপকূল। কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ মৌসুনি দ্বীপের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। বাড়ছে জলস্তর, ভেঙেছে নদী বাঁধ। গত ২৪ ঘণ্টায় কোথাও কাঁচা বাড়ি ভেঙেছে, কোথাও বিদ্যুতের খুঁটি উপরে গেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।।শুক্রবার থেকে দফায় দফায় জেলা জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে, সঙ্গে বাতাসের দাপটও। রবিবারেও অবিরাম বৃষ্টি ভেজা ছবিটার কোনও পরিবর্তন হয়নি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে জানা গিয়েছে, আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।