দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে বিপদে মধ্যে ডায়মন্ড হারবারের ৪৯ জন মৎস্যজীবী (Fisherman)। সোমবার দুপুর পর্যন্তও খোঁজ মেলেনি তাঁদের। রবিবার রাতভোর নৌকো এবং ট্রলার (Trawler) নিয়ে তল্লাশি চলে। অবশেষে সোমবার আকাশপথে হেলিকপ্টার নিয়েও চালানো হচ্ছে তল্লাশি। এদিকে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তিনটি ট্রলারের কোন খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে নিখোঁজদের পরিবারেরও।
