Tuesday, August 12, 2025

জেলা শাসকদের এলাকা পরিদর্শনের নির্দেশ, বন্যায় মানুষের পাশে সরকার: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর আগে টানা বৃষ্টি আর ভরা কোটালে জল থৈ থৈ দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। সেই সঙ্গে বাঁধ থেকে জল ছাড়ার আশঙ্কায় আগাম প্রস্তুতি রাজ্য সরকারের। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছে জানিয়ে জেলাশাসকদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘাটাল, আরামবাগ ও উলুবেড়িয়ায় আলাদাভাবে মন্ত্রীদের ফোন করে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার পূর্ণ আশ্বাসও দেন তিনি।

ইতিমধ্য়ে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা বন্যায় প্রভাবিত বলে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “নিম্নচাপের ফলে প্রচুর বৃষ্টি হয়েছে। ঘাটাল আরামবাগ গোঘাট জলমগ্ন। উলুবেড়িয়া এখনও আসেনি, কিন্তু জল ছাড়লে আসবে। বীরভূম, বাঁকুড়ার কিছুটা অংশ, উত্তরবঙ্গের কিছু অঞ্চল এবং বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ক্ষতিগ্রস্ত হয়েছে।” প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী নিজে এইসব এলাকার পরিস্থিতির অবনতির খবর পাওয়ার পরই তৎপর হয় প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, “মুখ্যসচিবকে বলেছি প্রতিনিয়ত জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করতে। জেলাশাসকদের সবাইকে ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে বলা হয়েছে। মুখ্যসচিব নিজেও বৈঠক করেছেন জেলাশাসকদের সঙ্গে। এবং প্রয়োজনীয় নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে।”

সাধারণ নির্দেশের পাশাপাশি পূর্ববর্তী পরিস্থিতির উপর নজর রেখেই বিশেষ দৃষ্টি বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন। তিনি জানান, “আমি নিজে মানস ভুঁইয়াকে ফোন করে দায়িত্ব দিয়েছি ঘাটাল মহকুমা দেখার জন্য। বেচারাম মান্নাকে ফোন করেছি। আরামবাগ গোঘাট খানাকুল যে নিম্নাংশ রয়েছে এই জায়গাগুলোতে সাংসদ, বিধায়কদের নিয়ে, যারা কাজ করছে তাদের নিয়ে, ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে জেলাশাসককে সাহায্য করতে। ত্রাণে কী প্রয়োজন, তার ব্যবস্থা দ্রুত হচ্ছে কিনা দেখতে। উলুবেড়িয়াতে পুলক রায়কে ফোন করে বলে দিয়েছি। আমতা উলুবেড়িয়া উদয়নারায়ণপুরের ওদিকে যদি কোনওরকম জল আসে তাহলে মানুষকে আশ্রয় দিয়ে ত্রাণের ব্যবস্থা করতে। জেলাশাসক পুলিশ সুপারদের কনফিডেন্সে নিয়ে কাজগুলো করার জন্য। উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে কোঅর্ডিনেশন রয়েছে।”

সেই সঙ্গে রাজ্য সরকার প্রস্তুত রয়েছে পরিস্থিতি আরও খারাপ হলে তার সঙ্গে মোকাবিলা করার জন্যও। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিসংখ্যান রাখতে শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, “যাদের ঘর ভেঙে গিয়েছে, ক্ষেত যাদের ডুবে গিয়েছে সরকার পুরো সাহায্য করবে। চিন্তা করবেন না। যেখানে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে তার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সব পরীক্ষা করে বিদ্যুৎ দেওয়া হবে।” তবে সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মহালয়ার সময় ফের ভরা জোয়ারে জল বাড়ার আশঙ্কার কথাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে রাজ্যের সবস্তরের সহযোগিতা কাম্য বলেও আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

দেবী চৌধুরানির টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ কুণাল

এখনও পূর্ণাঙ্গ টিজার রিলিজ হয়নি ‘দেবী চৌধুরানি’র। তার আগেই সেটা দেখে নিজের ফেসবুকে ভূয়সী প্রশংসা করলেন সাংবাদিক রাজনীতিবিদ...

বুমরাকে রেখেই ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের স্কোয়াড

জল্পনার অবসান। এশিয়া কাপে জসপ্রীত বুমরকে (Jasprit Bumrah) রেখেই দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর অনুযায়ী...

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের আঘাত: রফতানির ধসে পড়ার ছবি প্রকাশ তৃণমূলের

ভারতীয় সামগ্রীর উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রভাবে ভারতের গোটা রফতানি শিল্পই ভেঙে পড়ার মুখে। বিশ্বের বড়...

হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের...