Saturday, August 23, 2025

আরও একবার শরিকি চাপে জেরবার বিজেপি। তৃতীয় মোদি সরকারের শরিক দুটি প্রভাবশালী রাজনৈতিক দল টিডিপি এবং জেডি(ইউ)-র তরফে দাবি তোলা হয়েছে জাতিগত জনগণনা নিয়ে। চলতি মাসের শেষ দিকে গোটা দেশে জনগণনা সংক্রান্ত কাজ শুরু করার প্রস্তুতি যখন চরমে, ঠিক সেই সময়ে সরকারের শরিক দুটি বড় ও প্রভাবশালী রাজনৈতিক দলের জাতিগত জনগণনার দাবি নি:সন্দেহে চাপে ফেলবে বিজেপিকে, এমনই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

এর আগে ইউপিএসএসি ল্যাটারাল এন্ট্রি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রবল শরিকি আপত্তির মুখে পড়েছিল মোদি সরকার৷ কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ-র শরিক এলজেপি নেতা চিরাগ পাসোয়ানের অনড় অবস্থানের জেরেই শেষ পর্যন্ত পিছু হটতে হয় মোদি সরকারকে। বাতিল করা হয় ইউপিএসসি-তে ল্যাটারাল এন্ট্রি সংক্রান্ত সরকারি প্রস্তাব৷ সেই ব্যর্থতার রেশ কাটার আগেই এবার জাতিগত জনগণনা ইস্যুতে মোদি সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ), এমন দাবিই করা হয়েছে নয়াদিল্লিতে রাজনৈতিক সূত্রে। অন্ধ্রপ্রদেশ ও বিহার দুটি রাজ্যের দুই শাসক দলের এই দাবির মূলে আছে নিজের নিজের রাজ্যের ভোটব্যাঙ্ক অটুট রাখার ভাবনা, এটা বুঝেও কার্যত চুপ করে থাকতে বাধ্য বিজেপি শিবির৷ গোটা পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে অন্য রাজনৈতিক দলগুলিও৷ এবারের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপি জাতিগত জনগণনার ইস্যুতে শেষ পর্যন্ত শরিকি চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হবে, এমনই অনুমান করা হচ্ছে ওয়াকিবহাল মহল সূত্রে৷

আরও পড়ুন- পানশালায় গোলমালের অভিযোগ! হাওড়ায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ ৩ পুলিশ-কর্মী

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version