ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে লড়ছে দমকলের পাঁচটি ইঞ্জিন

আগুন নেভাতে দ্রুত সেখানে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

ফের অগ্নিকাণ্ডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। সোমবার সকালে তপসিয়া এলাকার একটি কারখানায় আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । আগুন নেভাতে দ্রুত সেখানে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরির একটি কারখানা থেকে আগুন এবং কালো ধোঁয়া বের হতে থাকে । কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কারখানার ভিতরে মজুত থাকা দাহ্য বস্তুর কারণেই ধোঁয়া এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

Previous articleআরজি কর-কাণ্ডের প্রতিবাদ, বিশ্বকর্মা পুজোর দিন হবে আকাশ দখল!
Next articleExclusive: OC-র জেরায় অসংগতি খুঁজতে হিমশিম CBI