Monday, December 1, 2025

কোনও গাফিলতি করেননি: ধৃত টালা থানার ওসি-র পাশে কলকাতা পুলিশের আধিকারিকরা

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে ধৃত টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের (Abhijit Mandol) পাশে কলকাতা পুলিশ (Kolkata Police)। সোমবার, দুপুর সার্ভে পার্ক থানা তাঁর বাড়িতে যান অ্য়াডিশনাল সিপি, ডিসি ইস্ট, এসিপি-সহ একাধিক পুলিশ আধিকারিক। তাঁদের দাবি, কোনও গাফিলতি করেননি অভিজিৎ।সোমবার দুপুরে ওসি অভিজিৎ মণ্ডলের (Abhijit Mandol) অতিরিক্ত পরিবারের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে যান পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলমন নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল, ডেপুটি কমিশনার (SSD) বিদিশা কলিথা ওসির বাড়িতে যান। সেখানে ওসির স্ত্রী সঙ্গীতা মণ্ডলের সঙ্গে কথা বলে বেরনোর সময় ভি সলমন নিশা কুমার বলেন, অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলতে এসেছিলেন। কলকাতা পুলিশ তাঁদের পাশে আছে। এই পরিস্থিতিতে সবরকম সহযোগিতা করবে কলকাতা পুলিশ আশ্বাস দেন পুলিশ কমিশনার (চতুর্থ)।সলমন নিশা কুমার বলেন, “আমার ব্যক্তিগত মত, টালা থানার ওসির কোনও দোষ নেই। উনি স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন। একটা স্পর্শকাতর ঘটনা। সেখানে চিকিৎসক-সহ যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মত নিয়ে কাজ হয়েছে। এটাই ওঁর ডিউটি ছিল। উনি সেই কাজ ভালো করেই করেছেন। সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় তাই এর বেশি আর কিছুই বলব না। আমি মনে করি, টালা থানার ওসি তাঁর সেরাটা দিয়েছেন। বাহিনীর (Kolkata Police) একজন সদস্য হিসেবে আমাদেরও খারাপ লাগছে।”

গত শনিবার রাতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তিনদিনের সিবিআই হেফাজতে রয়েছেন তাঁরা। অভিজিতের স্ত্রী সঙ্গীতা মণ্ডল বলেন, “আমাকে CBI থেকে ফোন করা হয়েছিল যে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। আমরা দেখেছি উনি রাতদিন এক করে কাজ করেছেন। বাড়িতে আসতে পারেননি। বার বার সিবিআইয়ের কাছে গিয়েছেন। উনি সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করেছেন।“ সঙ্গীতার কথায়, তাঁরাও চান নির্যাতিতার বিচার হোক। তাঁরও দুটি কন্যা সন্তান রয়েছে।










spot_img

Related articles

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও...

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের...