জুনিয়র চিকিৎসকদের দীর্ঘ টালবাহানার পরে অবশেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু বৈঠক

সদিচ্ছা নিয়ে বারবার চেষ্টা করে অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আলোচনার টেবিলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার, সন্ধেয় মুখ্যমন্ত্রীর কালীঘাটে বাড়িতে বৈঠকে যোগ দিলেন আন্দোলনরত চিকিৎসকরা।

সোমবার, জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) বৈঠকে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেল ৫টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলার স্বার্থে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা হবে। তাঁর কথায়, দু-তরফের সদর্থক মনোভাব থাকলে সমস্যা মিটতে পারে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে আরও একবার বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা করতে চান মুখ্যমন্ত্রী। তিনি জানান, তিলোত্তমা দ্রুত বিচার পাক এবং জুনিয়র ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারেন- দুটোই চান তিনি।মঙ্গলবারই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। রাজ্য সরকারের তরফে বৈঠকে বসার জন্য এটাই শেষ চেষ্টা বলেও চিঠিতে জানিয়েছেন মুখ্যসচিব। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কিছুই করা হবে না। বৈঠক পাঁচটায় করার আর্জি জানিয়ে মুখ্যসচিব যে মেল করেছিলেন, তার চার ঘণ্টা পরে বৈঠকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে বৈঠকে যান। কারণ, বৈঠকের কার্যবিবরণী দুতরফেই লিখে দুপক্ষের সই করা হবে। সন্ধে ৬ টা বেজে ৩৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর মূল বাড়িতে ঢুকেছেন জুনিয়র ডাক্তাররা। ঢুকতে দেওয়া হয় ২ স্টেনোগ্রাফারকেও। এখন বৈঠকের নির্যাসের দিকে তাকিয়ে সবাই।










Previous articleকেজরিওয়ালের পরে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে
Next articleগাড়িতে লরির ধাক্কা! পুজো দিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী মধুমিতা