Friday, January 30, 2026

পুজোয় সিনেমা আসছে! প্রচারমুখী মিঠুনের নবান্ন অভিযানের ডাককে কটাক্ষ কুণালের

Date:

Share post:

আর জি করের বিচার চেয়ে যেখানে সরব খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে বারবার এই ইস্যুকে রাজনীতির হাতিয়ার করতে চেষ্টা করেছে বিরোধীরা। এই ইস্যুতে সামনে এলেই প্রচার, সেই ফর্মুলায় প্রচারের ময়দানে শেষ পাতে মিঠুন চক্রবর্তী। বিজেপির ধর্নামঞ্চ থেকে নবান্ন অভিযানের ডাক দিয়ে প্রচারের আলোয় থাকার চেষ্টা চালালেন এমএলএ ফাটাকেষ্ট। রাজ্যকে ফের অশান্ত করার মিঠুন চক্রবর্তীর চক্রান্তকে পাল্টা তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

আরজি কর ইস্যুতে বিজেপির ধর্না অবস্থানের শেষ দিন ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে সোমবার বিকেলে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে উস্কানিমূলকভাবে মিঠুন দাবি তোলেন, “আবার নবান্ন অভিযান হবে। আমি থাকব। এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না। ১৪ তলায় গিয়ে থামবে ৷ তৈরি থাকুন ৷ দিন এসে গিয়েছে, আত্মহুতি দিতে হতে পারে।” বিজেপির ছাত্র সমাজের ছাতার তলায় নবান্ন অভিযানের স্মৃতি আজও দগদগে। সেই জঙ্গিপনার ক্ষত এখনও বইছেন কত পুলিশ কর্মীরা। তার মধ্যেই নবান্ন অভিযানে আত্মাহুতির কথা বলে উস্কানি দিচ্ছেন বলে দাবি করেন কুণাল।

বিজেপি নেতাদের অবস্থান মঞ্চে নেতাদের দেখা মেলে না। মিঠুনের আগে সাংগঠনিকভাবেও কেউ আবার নবান্ন অভিযানের ডাক দেননি। তা সত্ত্বেও মিঠুন এই বার্তার পরে কুণালের দাবি, “বিজেপির মধ্যে প্রতিযোগিতা চলছে কোন নেতা কাকে টপকে যাবে। মিঠুন চক্রবর্তী আজ বলছেন রাজনীতিতে আছি, কাল বলবেন ছেড়ে দিলাম। এখন বলছেন নবান্ন অভিযান করে দেব। গণ্ডগোলের প্ররোচনা।”

সেই সঙ্গে নিছক এমএলএ ফাটাকেষ্টর প্রচারে থাকার চেষ্টা বলে কটাক্ষ করে কুণাল বলেন, “নির্ঘাত কোনও সিনেমা আসছে পুজোতে। প্রচারের আলোয় থাকতে চাইছে। একদম প্লট, একটু বড় কথা বলে দাও। একটু খবরে থাকো, সিনেমা আসছে মিঠুনদার।” সেই সঙ্গে ধর্ষকদের প্রশ্রয় দেওয়া বিজেপি সম্পর্কে তিনি বলেন, “যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটনা ঘটছে সেই বিজেপির মঞ্চ থেকে ন্যায় বিচার হতে পারে না। এমএলএ ফাটাকেষ্ট নাটক করছে।”

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...