ডবল ইঞ্জিন সরকারের যোগী রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে থাকার ছবি আগেই সামনে এসেছে। এবার বিজেপি (BJP) শাসিত আরও এক রাজ্যে নারীদের উপর নির্যাতনের ঘটনা। ত্রিপুরায় (Tripura) পর পর দু’দিন দুই নাবালিকাকে গণধর্ষণের খবর প্রকাশ্যে। একটিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যার পুত্র ও তাঁর বন্ধু।
দুটি ঘটনায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের ত্রিপুরা সরকারের নারী নিরাপত্তা। বারবার কিশোরীদের গণধর্ষণ ও সেই ঘটনায় বিজেপি নেত্রীর পুত্রের যোগ নিয়ে মুখে কুলুপ সেই রাজ্যের শাসকদলের।