Tuesday, November 4, 2025

গুজরাটে বাংলার ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! পুলিশি গাফিলতির অভিযোগে সরব পরিবার 

Date:

মোদির রাজ্যে পড়তে যাওয়াই যেন কাল হল বীরভূমের সিউড়ির তরুণী পিয়া দাসের।গুজরাটের এক বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল ওই ছাত্রীর। যদিও অভিযোগ, কলেজের তরফে ১২ সেপ্টেম্বর ফোন করে আত্মহত্যার কথা জানানো হয় পরিবারকে।মৃতার পরিজনদের দাবি, তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে হোটেল ম্যানেজম্যান্ট পড়তে গুজরাটে যান পিয়া। চলতি মাসেই তার প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। তবে  গত ১২ সেপ্টেম্বর হঠাৎ গুজরাটের ওই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ফোন আসে পরিবারের কাছে। সেই ফোনেই  মেয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়।‌এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলে মনে করছেন তারা।

গত সোমবার রাতে মৃতার দেহ বাড়িতে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, গুজরাট পুলিশ প্রশাসন কোনওভাবেই সাহায্য করেনি তাদের। পাশাপাশি গুজরাটের স্থানীয় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা।পরিবারের আরও অভিযোগ, শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যু বলে দায় এড়িয়েছে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন। এবিষয়ে মৃতার জামাইবাবু বলেন, ওখানে আমাদের কেউ কোনও সাহায্য করেননি। থানায় আমাদের কথা শুনতে চায়নি। এমনকি এফআইআর রুজুর আবেদনও গ্রাহ্য করেনি।











Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version