Saturday, August 23, 2025

বড় ঘোষণা: বেশিরভাগ দাবি মানলেন মুখ্যমন্ত্রী, সরছেন CP-DC নর্থ-সহ ২ স্বাস্থ্য অধিকর্তা

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। মঙ্গলবার, বিকেলে চারটের পর নতুন নগর পালকে দায়িত্বভার দেবেন বিনীত। সোমবার সন্ধ্যে থেকে সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একই সঙ্গে তিনি জানান, আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদল হবে। ১৪ অগাস্ট ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের ডিসি নর্থকে সরানোর দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা (Junior doctor) । সেই দাবিও মেনে নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের (Junior doctor) কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার আবেদন জানান মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”অভয়ার প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে আজকের বৈঠক শুরু হয়। পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। ওই দাবিগুলির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি বিষয় নিয়ে সদর্থক আলোচনা হলেও অনেক বিষয় নিয়ে ঐকমত্য হয়নি।” মমতা জানান জুনিয়র ডাক্তারদের পক্ষে মিনিটসে স্বাক্ষর করেছেন ৪২ জনই। রাজ্যের তরফে স্বাক্ষর করেছেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি আর ডাক্তাররা বসেছেন এজন্য অভিনন্দন। উভয়পক্ষই খুশি এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পেরেছি বলে। ওঁদের বক্তব্যটা রাখতে চেয়েছিলাম। সেটা রাখতে দিয়েছি। আমাদের বক্তব্য আমরা রেখেছি। বড়দের সৌজন্য বেশি রাখতে হয়, তাই ওঁদের কথাটাই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।”এরপর একে একে জুনিয়র ডাক্তারদের দাবির কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “ওদের পাঁচটা দাবি ছিল। প্রথম যে দাবি ছিল তিলোত্তমার খুন-ধর্ষণের মামলা তার সিবিআই তদন্ত সেটা হচ্ছে।”

আন্দোলনকারীদের দ্বিতীয় দাবি ছিল- স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকার তা তিনজনকে সরাতে হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন সবাইকে সরিয়ে দিলে কাজ করবে কে? সেই কারণেই তিনি ডিএমই এবং ডিজিএসকে সরানো হবে বলে জানান। “যদিও তাঁরা বেশিদিন কাজ করছেন না। তাঁদের কাউকে অসম্মান করিনি। কিন্তু যেহেতু চিকিৎসকরা তাঁদের চাইছেন না, তাই তাঁদের সরানো হচ্ছে।”

এরপরই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আন্দোলনকারীদের দাবি মেনে মঙ্গলবার আগামী বিকেল চারটের পরে কলকাতা পুলিশ কমিশনারের পদে বদল করা হবে। আরও কিছু পদে রদবদল করা হবে। মুখ্যমন্ত্রী জানান, “পুলিশ আমাদের শক্তি। তারা সারাক্ষণ কাজ করে। তাদের দিকটা আমাদের দেখা উচিত। পুলিশ কমিশনার নিজেই ওঁদের কথা মেনে নিয়ে সরে যেতে চেয়েছেন। বিনীত যেখানে চেয়েছে সেখানেই দিয়েছি।”

মুখ্যমন্ত্রীর কথায়, ওঁদের চারটে দাবির মধ্যে তিনটিই মেনে নেওয়া হয়েছে। ১৪ অগাস্ট আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ডিসি নর্থকেও সরিয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটাও মঙ্গলবার ঠিক হবে।

হাসপাতালের সুরক্ষা নিরাপত্তা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। নিরাপত্তা পরীক্ষাটা উন্নয়নের ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি মনে করি মিটিং পজেটিভ হয়েছে।”

এরপরে মুখ্যমন্ত্রীর আবেদন, রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে মানুষের স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরুন জুনিয়র ডাক্তাররা। “এবার তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে। হাসপাতালে ফিরুন আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”










spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...