Thursday, November 13, 2025

ধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

Date:

পাহাড়ের লাইফলাইন সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। সেতিঝোড়ায় রাস্তায় ধস নেমেছে।যার নিট ফল,বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক।জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে ফের দার্জিলিং পার্বত্য এলাকায় ধস নেমেছে। একাধিক জায়গায় রাস্তা ভেঙে চুরমার। শ্বেতিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়ক এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এর ফলে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা চরম সমস্যায় পড়েছেন।

পূর্ত দফতরের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।দুর্গাপুজোতে পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে খোঁজখবর নেওযার পরামর্শ দেওয়া হয়েছে।কারণ, ১০ নম্বর জাতীয় সড়কে যখন তখন ধস নামছে। ‌তবে পূর্ত দফতর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মেরামতির কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।এরপরই ছোট গাড়ি এখান দিয়ে চলাচল শুরু হবে।

স্থানীয়রা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে দার্জিলিং, কালিম্পংয়ের রাস্তাগুলিতে ধস নেমেছে। শ্বেতিঝোরার কাছে ধস নামায় রাস্তার মারাত্মক ক্ষতি হয়েছে। তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিস্থিতির কোনও বদল হয়নি।পর্যটকদের শিলিগুড়ি থেকে সিকিম যেতে হচ্ছে ঘুরপথে। গরুবাথান, লাভা হয়ে কালিম্পং, রংপো রুট দিয়ে যাতায়াত করতে হচ্ছে পর্যটকদের।পূর্ত দফতরের আধিকারিক–সহ পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘুর পথে যানবাহন চলাচল করার ব্যবস্থা করা হয়েছে। লাভার রাস্তা দিয়ে এখন সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম।











Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version