Friday, August 22, 2025

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার অভিযোগে গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। ভাইরাল ফোনালাপ (অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্তের ভিত্তিতে গ্রেফতার করে বাম যুবনেতাকে (DYFI)। কিন্তু সেই মামলায় বুধবার রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাবি করেন, তদন্তে অসহযোগিতা করছেন বাম নেতা। যদিও এই অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি ভরদ্বাজ। কলকাতা পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পরে সঞ্জীব দাস নামে এক বামকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় কলতানকে। এই মামলায় কলতানের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। জামিনের আবেদন করে বাম যুবনেতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) দাবি করেন, সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করে তবে কলতানের নাম পাওয়া যায়, তবে এফআইআরে কীভাবে কলতানের নাম দেয় পুলিশ। তিনি দাবি করেন পুলিশ সন্দেহের বশে গ্রেফতার করেছে এমন একটি মামলায় যে মামলায় সাজা তিন বছরের বেশি জেল হতে পারে না, সেখানে কেন গ্রেফতার করা হল প্রশ্ন তোলেন তিনি।

এই মামলায় তদন্ত করে সত্য প্রকাশের পথে সবথেকে বড় বাধা কলতান নিজেই, দাবি কলকাতা পুলিশের। হাইকোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেন, কলতান ও সঞ্জীবের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ফোনে কথোপকথনের কথা কলতান স্বীকার করেছে। কিন্তু ফোন থেকে তথ্য পাওয়ার জন্য ফোনটি আনলক করে দিচ্ছেন না কলতান। ফলে ফোন থেকে তথ্য পেতে সমস্যায় কলকাতা পুলিশ (Kolkata Police)।

মামলায় বিচারপতি ভরদ্বাজ পুলিশের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। কলতানের বিরুদ্ধে এরকম পূর্ব কোনও ইতিহাস বা অভিযোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশকে মামলায় রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version