Friday, November 7, 2025

তদন্তে অসহযোগিতা বাম যুবনেতা কলতানের, হাইকোর্টে দাবি পুলিশের

Date:

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার অভিযোগে গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। ভাইরাল ফোনালাপ (অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্তের ভিত্তিতে গ্রেফতার করে বাম যুবনেতাকে (DYFI)। কিন্তু সেই মামলায় বুধবার রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাবি করেন, তদন্তে অসহযোগিতা করছেন বাম নেতা। যদিও এই অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি ভরদ্বাজ। কলকাতা পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পরে সঞ্জীব দাস নামে এক বামকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় কলতানকে। এই মামলায় কলতানের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। জামিনের আবেদন করে বাম যুবনেতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) দাবি করেন, সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করে তবে কলতানের নাম পাওয়া যায়, তবে এফআইআরে কীভাবে কলতানের নাম দেয় পুলিশ। তিনি দাবি করেন পুলিশ সন্দেহের বশে গ্রেফতার করেছে এমন একটি মামলায় যে মামলায় সাজা তিন বছরের বেশি জেল হতে পারে না, সেখানে কেন গ্রেফতার করা হল প্রশ্ন তোলেন তিনি।

এই মামলায় তদন্ত করে সত্য প্রকাশের পথে সবথেকে বড় বাধা কলতান নিজেই, দাবি কলকাতা পুলিশের। হাইকোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেন, কলতান ও সঞ্জীবের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ফোনে কথোপকথনের কথা কলতান স্বীকার করেছে। কিন্তু ফোন থেকে তথ্য পাওয়ার জন্য ফোনটি আনলক করে দিচ্ছেন না কলতান। ফলে ফোন থেকে তথ্য পেতে সমস্যায় কলকাতা পুলিশ (Kolkata Police)।

মামলায় বিচারপতি ভরদ্বাজ পুলিশের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। কলতানের বিরুদ্ধে এরকম পূর্ব কোনও ইতিহাস বা অভিযোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশকে মামলায় রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version