Friday, November 14, 2025

ফের জল ছাড়ল ডিভিসি, দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর নবান্ন 

Date:

ব্যারেজের ছাড়া জলে বিপদের প্রহর গুনছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধকে তোয়াক্কা না করে গত তিনদিন ধরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি (DVC)। আর তাতেই বাংলায় বিপদের আশঙ্কা। বুধবার ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়লো দুর্গাপুর ব্যারেজ। পাঞ্চেত থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক এবং মাইথন থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হল। যার ফলে দুই মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ইতিমধ্যেই ২৫ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন (Nabanna)। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা টিম (SDRF ) বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিম্নচাপ সরেছে, কিন্তু যে হারে DVC জল ছাড়ছে তাতে হাওড়া, হুগলির অবস্থাও শোচনীয়। মঙ্গলবার রাত থেকেই হুগলির খানাকুলের বিভিন্ন ব্লক থেকে মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার বিকেলের পর থেকে হাওড়ার আমতা এলাকায় জল বাড়ার আশঙ্কায় সেখানকার জেলা শাসককে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্লাবনের আশঙ্কায় ইতিমধ্যেই ১০ জেলায় ১০ সচিবকে মোতায়েন করা হয়েছে। দামোদরের নিম্ন অববাহিকার একাধিক অঞ্চল প্লাবিত। শিলাবতী, কাঁসাই, দামোদরের জলে ভাসছে গ্রামের পর গ্রাম।। দ্রুত বাঁধ মেরামতির জন্য শেষ দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখার পাশাপাশি উদ্ধার কাজেও জোর দেওয়া হয়েছে। নবান্ন এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ২৪ ঘণ্টার বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।


Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version