লাইনে ধ্বস, ‘বাঁচতে’ গিয়ে গুরুতর আহত ক্যানিং লোকালের যাত্রীরা

সেই সময় ট্রেনে কয়েক হাজার যাত্রী ছিলেন। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন সাধারণ যাত্রীরা

রেল দুর্ঘটনা দেশের মানুষের পিছু ছাড়ছে না। সাধারণ মানুষ প্রতিদিনের দুর্ভোগে এতটাই আতঙ্কে যার জেরে মঙ্গলবার শিয়ালদহ-ক্যানিং শাখার ট্রেনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্থ ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হলেন বহু যাত্রী।

মঙ্গলবার দুপুরে ডাউন ক্যানিং লোকাল ঘুটিয়ারি শরিফ স্টেশন পেরোনোর পরে ঘটে বিপত্তি। বেতবেড়িয়া স্টেশন ঢোকার আগে লাইনের নিচের মাটি ধ্বসে যায়। ফলে লাইন বেঁকে যায়। হঠাৎই প্রবল ঝাঁকুনি অনুভব হয়।

সেই সময় ট্রেনে কয়েক হাজার যাত্রী ছিলেন। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন সাধারণ যাত্রীরা। কারো মাথা ফাটে, কারো হাত-পা ভাঙে। ঘটনার আকস্মিকতায় আপ লাইনের ট্রেনও দাঁড়িয়ে পড়ে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।