এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে বুধবার অভিযান শুরু মোহনবাগানের

ঘরের মাঠে ভালো শুরুর অপেক্ষায় মোহনবাগান।

এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে বুধবার অভিযান শুরু করছে মোহনবাগান (MOHONBAGAN)।এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের মুখোমুখি হবে তাজিকিস্তানের( TAJAKISHTHAN) রাভশান ক্লাব। গত বছর আইএসএলে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন।সেই কারণে এ বছর এএফসি(AFC) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে মোহনবাগান। এএফসির আসরে শেষ কয়েক বছর ধরেই খেলছে মোহনবাগান। তবে এবার তাদের লড়াই আরও বড় আসরে। আইএসএল অভিযানে মুম্বই সিটি এফসির কাছে আটকে গেলেও, এএফসির মঞ্চ একেবারে আলাদা। ঘরের মাঠে ভালো শুরুর অপেক্ষায় মোহনবাগান।

এএফসি টু-র মূলপর্বে নামার আগে পর্তুগালের ডিফেন্ডার নুনো রুইসকে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির।চোটের জন্য প্রথম ম্যাচে নেই আলবার্তো রডরিগেজ। দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। ফলে একমাত্র বিদেশি টম অ্যালড্রেডকে রক্ষণে রেখেই দল সাজাতে হচ্ছে মোলিনাকে। এ দিকে জেমি ম্যাকলারেনের বুধবার সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা। ঘাড়ের চোট সারিয়ে যদিও এখন পুরো ফিট বাগানের অজি সুপারস্টার।বুধবার বাগান কোচ তাকে মাঠে নামাবেন কিনা সেটাই দেখার বিষয়।

তাজিকিস্তানের ক্লাব রাভশান(RAHVSHAN) বেশ শক্তিশালী দল। ভারতের চেয়ে ফিফা ক্রমতালিকায় এগিয়ে আছে রাভশান ক্লাব। ইউক্রেনের তিন ফুটবলার আছেন এই দলে। এছাড়া এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রয়েছেন দলে। তাজিকিস্তানের বড় চেহারার ফুটবলাররাও চ্যালেঞ্জে ফেলতে পারেন লিস্টন-শুভাশিসদের।









Previous articleইন্দিরার ২ দিনের ফি ৪০ লক্ষ টাকা! কে জোগাচ্ছে আন্দোলনকারীদের? উঠছে বাম-রাম মদতের অভিযোগ
Next articleকেন্দ্রীয় মন্ত্রীর উস্কানি, খুনের হুমকি রাহুলকে! থানায় কংগ্রেস