Monday, January 26, 2026

সন্ধ্যায় বৈঠক নবান্নে, জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাবে জানালো রাজ্য

Date:

Share post:

নিজেদের দাবি-দাওয়া নিয়ে রাজ্যের মুখ্যসচিব-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চেয়ে বুধবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ জুনিয়র ডাক্তারদের (WBJDF) তরফে একটি মেইল করা হয়। জবাবে আজ সন্ধ্যে সাড়ে ছটায় বৈঠকে আসার আমন্ত্রণ জানিয়েছেন মনোজ পন্থ (Manoj Panth)। আলোচনায় থাকবেন মুখ্য সচিবসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। নবান্ন (Nabanna) সভাঘরে এই বৈঠক হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। WDJDF এর পাঠানো মেইলের উত্তরে মুখ্যসচিব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যে টাস্ক ফোর্স সংক্রান্ত পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। সেই মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ চলছে। এই মুহূর্তে রাজ্যের বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং যেকোনও ধরনের সম্ভাব্য এমার্জেন্সির কথা মাথায় রেখে ডাক্তারদের দ্রুত কাজে ফেরার অনুরোধ করা হচ্ছে। এর পাশাপাশি এদিন মিটিং-এর জন্য ৩০ জনের প্রতিনিধি দলকে ৬:১৫ মিনিটের মধ্যে সভাঘরে উপস্থিত হওয়ার কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছিলেন। সেই মতো পদক্ষেপ করাও শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এরপরেও কর্মবিরতি প্রত্যাহারের কোনও নামগন্ধ নেই জুনিয়র ডাক্তারদের মধ্যে। উল্টে নিজেদের নতুন দাবি নিয়ে এবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে চান বলে মঙ্গলবার রাতেই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতকরণ থেকে থ্রেট কালচার বন্ধ করা, টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারি থেকে গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনের প্রতিনিধি নির্বাচন-সহ একাধিক দাবি নিয়ে বুধবার সন্ধ্যায় মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিনিধিদের বৈঠকের ব্যাপারে সম্মতি জানিয়েছে নবান্ন। শোনা যাচ্ছে রাজ্যের তরফে ইমেইল পাওয়ার পর ফের জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারীরা। অর্থাৎ নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত জুনিয়র চিকিৎসকরা একের পর এক দাবি নিয়ে রাজ্য সরকারকে নানাভাবে ব্যতিব্যস্ত করার নীতিতে অনড়। কিন্তু কর্মবিরতি প্রত্যাহার নিয়ে কোন সদর্থক কথা শোনাতে পারছেন না তাঁরা। এই মুহূর্তে ডাক্তারদের এই আচরণ এবং কর্মকাণ্ডকে সমর্থন করতে পারছেন না অনেকেই।


spot_img

Related articles

SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ 

SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে আতঙ্ক আর হয়রানির শেষ হয়নি(SIR DEATH)। শুনানির আতঙ্কের জেরে মৃত্যু মিছিল...

T20 WC: দল ঘোষণা মানেই খেলা নয়, নতুন নাটক শুরু নাকভির

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কিন্ত তার আগে নতুন জটিলতা যেন কিছুতেই কমছে না। বাংলাদেশের পর...

অন্বেষার জন্মদিনে স্বস্তিকার পোস্টে ‘চমক‘: সাতসমুদ্র দূর থেকে মেয়ের জন্য উপচে পড়ল আদর

পর্দায় তিনি যেমন ডাকাবুকো আর স্পষ্টবাদী, বাস্তব জীবনেও তিনি ততটাই আধুনিক ও সংবেদনশীল। টলিউডের ‘পাওয়ার হাউস’ অভিনেত্রী স্বস্তিকা...

প্রজাতন্ত্র দিবসের অভিবাদন গ্রহণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর: প্রধান অতিথি দুই ইউরোপীয় শীর্ষ নেতৃত্ব

৭৭ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে প্রথা মেনে অভিবাদন গ্রহণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra...