Sunday, November 9, 2025

জন্মশতবর্ষ পূর্তিতে সুচিত্রা মিত্রকে শ্রদ্ধাঞ্জলি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

Date:

সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ১৬ এবং ২০ সেপ্টেম্বর ২০২৪-এ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তাকে শ্রদ্ধা নিবেদন করেছে। সহযোগিতায় ছিল পূরবী ( PUROBI)। ১৬ সেপ্টেম্বর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের গড়িয়াহাট শাখায় এই কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে নিয়ে প্রথম স্বর্ণমুদ্রা প্রকাশের মাধ্যমে দু-দিনের স্মারক অনুষ্ঠান শুরু হয়।

এই অভিনব স্বর্ণমুদ্রাটি প্রকাশ করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পী অলোকানন্দা রায়, ‘পূরবী’-এর প্রতিষ্ঠাতা মন্দিরা মুখোপাধ্যায়, ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পরিচালক অর্পিতা সাহা ও রূপক সাহা। এদিনের অনুষ্ঠানে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত বলেন, ‘আজ এখানে এসে ‘সুচিত্রা মিত্র( SUCHITRA MITRA) স্মারক স্বর্ণমুদ্রা’ প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কারণ, আমরা তাঁর মতো শিল্পীকে দেখেই অনেক কিছু শিখেছি, অনেক সমৃদ্ধ হয়েছি।’ স্বাগতালক্ষ্মীর কথা টেনে একই সুর শোনা যায় অলোকানন্দা রায়ের গলাতেও।

মন্দিরা মুখোপাধ্যায় বলেন, এই কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পীর প্রতি এই উজ্জ্বল শ্রদ্ধা হল তাঁর উদ্দেশে নিবেদন করা আমার ‘গুরুদক্ষিণা’র একটি অংশ, যার অধীনে আমি সবকিছু শিখেছি।   শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ( SHYAMSUNDAR CONG JUWELLERS)এর ডিরেক্টর  রূপক সাহা বলেন, তাঁর গানের মধ্যে যে স্বচ্ছতা ও উজ্জ্বলতা ছিল এই স্মারক স্বর্ণমুদ্রাটি তারই প্রতীক। সুচিত্রা মিত্র শুধু  যে খ্যাতনামা  রবীন্দ্রসংগীত শিল্পীই ছিলেন তাই নয়, তিনি নিজের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন,  এটি আমাদের তৃতীয় স্মারক স্বর্ণমুদ্রা যা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার উদযাপন করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই রীতি শুরু হয়েছে – তাঁর প্রথম উপন্যাস ‘ভগ্নহৃদয়ের’ ১২৫ বছর পূর্তি উপলক্ষে  সুচিত্রা মিত্রই সেই স্বর্ণ মুদ্রা প্রকাশ করেছিলেন। এরপর গত বছর কণিকা বন্দপাধ্যায় এর জন্মশতবর্ষে ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক মুদ্রা’ প্রকাশিত হয়। এই বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন সোনার মতই উজ্জ্বল তাই সেই ভাবনা থেকেই এক প্রতীক হিসেবে এই স্বর্ণমুদ্রা প্রকাশের বিষয়টি আমরা নিয়ে আসি।

আগামী ২০ সেপ্টেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি করা হবে। যেখানে ‘ পূরবী ‘র ১০০ জন  ছাত্রছাত্রী সুচিত্রা মিত্রের স্মৃতির উদ্দেশ্যে গান গেয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গান ও নাচ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গানের পরিবেশনা ও তাঁর ‘তাসের দেশ’ ছোট গল্পটি মঞ্চায়ন এবং সুচিত্রা মিত্রের স্মারক স্বর্ণমুদ্রার প্রকাশটি ফের সবার সামনে তুলে ধরা হবে।

 

 











Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version