Sunday, August 24, 2025

মাত্র ২৪ ঘণ্টাও পেরোয়নি, সিরিজ পেজার বিস্ফোরণের পর এবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরণ। এই বিস্ফোরণে আরও ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। এই ওয়াকিটকিগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ব্যবহার করত বলে জানা গিয়েছে। বুধবার বিকেলে বেইরুট, দক্ষিণ লেবানন ও বাক্কাজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বিস্ফোরণে সারা দেশে গাড়ি, মোটরবাইক, দোকান ও বাড়িঘরে আগুন ধরে যায় এবং অন্তত ২০ জন নিহত ও প্রায় ৪৫০ জন আহত হন।তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

মঙ্গলবারের পেজার বিস্ফোরণে নিহত চারজনকে বিদায় জানাতে বেইরুটের দক্ষিণে অবস্থিত দাহিয়াহ এলাকায় জড়ো হয়েছিলেন অনেকে। সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই শেষকৃত্যানুষ্ঠানে নারী, শিশুসহ সব বয়সের মানুষই ছিল। নিহতদের কফিন নিয়ে শোকযাত্রাটি শুরু হওয়ামাত্রই বিস্ফোরণ ঘটে। লেবাননে সর্বশেষ হামলায় ওয়াকিটকি লক্ষ্যবস্তু করা হয়েছে।ওই ওয়াকিটকিগুলো মঙ্গলবার পাঁচ মাস আগেই কেনা হয়েছিল।

এর আগে মঙ্গলবার পেজার বিস্ফোরণের জন্য ইজরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লা। ইজরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ারও অঙ্গীকার করেছে তারা। এক বিবৃতিতে তারা বলেছে, প্রাণঘাতী পেজার বিস্ফোরণের ঘটনা ইজরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতাই শুধু বাড়াবে।









 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version