Tuesday, August 26, 2025

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যখন হাঁটু জলে নেমে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তখন আদিগঙ্গার জোয়ারে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল জল। পূর্ণিমার ভরা কোটালে টইটুম্বর আদি গঙ্গা। সেই জল ঢুকে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতেও। আদিগঙ্গার পাশে বাড়ি হওয়ার ফলে এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছেন- জানান মমতা।বুধবারের পর বৃহস্পতিবারও বন্যা পরিস্থিতি দেখতে দক্ষিণের জেলায় ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পরিদর্শন করেন। পরে যান হাওড়ার উদয়নারায়ণপুরে। সেখানে হাঁটু জলে দাঁড়িয়েই মমতা জানান, তাঁর বাড়ি থেকে ফোন এসেছে। বলেন, “আমার কাছে এখুনি ফোন এল, আমরা যেখানে থাকি, ওতো উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গা, তাও লাস্ট সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছে। আমি ফোন করে বললাম লতাকে। লতা অভিষেকের মা, আমার সঙ্গেই থাকে। বললাম শিগগিরি পাশে সরে যা।”কালীঘাটের (Kalighat) বাড়ির সামনে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সমস্ত গলিটলি সব জলে ডুবে গিয়েছে। এতো জল। এটা এখন চলবে দু-একটা দিন। কালকে পূর্ণিমার কোটালও গিয়েছে। তারপর যদি রোদ থাকবে, তিন চার দিন সময় লাগবে।” রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ টালির চালের বাড়িতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী থেকে শুরু করেন সব বিষয়ে রাজ্যের বিরুদ্ধাচারণ করা প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়- মমতার অতি সরল জীবনযাপন দেখে বিষ্ময় প্রকাশ করেছেন। জোয়ারের জল ঢুকে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে।

অন্যদিকে বাংলার বন্যা পরিস্থিতির জন্য় DVC-কে দায়ী করেছেন মমতা। বলেন, “সমস্ত বিভাগকে নিয়ে একটা বৈঠক করব। এবার ডিভিসির জল ছাড়ার কোনও হিসেব নেই। আমাদের জানাচ্ছে না”









Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version