Wednesday, May 7, 2025

অডিও-কাণ্ডে হাইকোর্টে জামিন বাম যুবনেতা কলতান দাশগুপ্তর, মিলল রক্ষাকবচও

Date:

সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে শেষ পর্যন্ত ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। অডিও-কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছিল।তার ৫ দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল। একই সঙ্গে তাকে রক্ষাকবচও দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া এই মামলায় তাকে গ্রেফতার করা যাবে না। শুধু তাই নয়, আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে পুলিশ কোনও তদন্তও চালাতে পারবে না।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, গ্রেফতারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই।

এদিন কলতানের আইনজীবী আদালতে জানান, কলতান নিজে ফোন  করেননি। একটি অচেনা নম্বর থেকে তার  কাছে ফোন  আসে। এক্ষেত্রে জামিন অযোগ্য ধারার কোনও প্রশ্নই ওঠে না। অথচ যে ফোন করল তাকে জামিনযোগ্য ধারা  দেওয়া হল’। এরপরই বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, এধরনের বৈষম্য কেন হল? আপনি অভিযোগ করেছেন সন্ত্রাসবাদী হামলা হতে পারে। এফআইআর-এর ক্ষেত্রে এ ধরনের অভিযোগ কেন? একজনের ক্ষেত্রে জামিনযোগ্য আর অন্যজনের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা কেন হবে?’

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আরও জানতে চান, কথোপকথনে আর যাদের নাম এসেছে তাদের গ্রেফতার করা হয়েছে কি? ভয়েস রেকর্ড কি টেস্ট করেছে পুলিশ? না হলে কীসের ভিত্তিতে গ্রেফতার? এই মামলায় চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে।পাল্টা হিসেবে কলতান দাশগুপ্তও চার সপ্তাহের মধ্যে নিজের হলফনামা জমা দিতে পারবেন।আদালত পরবর্তী শুনানির দিন ১৮ নভেম্বর তারিখ ধার্য করেছে। কলতানের সমর্থকরা আদালতের বাইরে এই রায়কে স্বাগত জানিয়েছেন।









 

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...
Exit mobile version