Monday, May 5, 2025

শুভবুদ্ধির উদয় হোক! রাজনীতি না করে জুনিয়র চিকিৎসকদের দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যে বন্যা পরিস্থিতি। চিকিৎসায় প্রয়োজন স্বাস্থ্য শিবির। অথচ বারবার আর্জি স্বত্ত্বেও এই পরিস্থিতি কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার, উদয়নারায়ণপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “এখনও পর্যন্ত কাজে যোগ দেননি। আমি আমার সাধ্য মতো করেছি। এর থেকে বেশি কিছু করার নেই। তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। বন্যা পরিস্থিতিতে কাজে ফিরুন।“বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হাওড়ার উদয়নারায়ণপুরের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন মমতা। সেখানে আন্দোলনরত চিকিৎসকদের স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ডিভিসির অত্যধিক জলছাড়ার জেরে দক্ষিণের একাধিক জেলার পরিস্থতি ভয়াবহ। এরমধ্যে পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই খারাপ। প্লাবিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে পৌঁছে যান মমতা। হাঁটুজলে দাঁড়িয়ে প্লাবিত পরিস্থিতি নিয়ে কথা বলার সময় বর্তমানে চিকিৎসকদের দীর্ঘ আন্দোলনের জেরে ক্ষতি হচ্ছে বলেও উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, “বন্যায় মানুষ আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সব থেকে বড় কাজ। খাদ্য তুলে দেওয়া আমাদের কাজ। আমি চিকিৎসকদের বলব কাজে ফিরতে। এই জল কমে গেলেই ডায়রিয়া, জ্বর এমনকী বন্যার জেরে সাপেরা আশ্রয় নিয়েছে ডাঙ্গায় ফলে সাপের কামড় এগুলো তো হবেই। আমি নিজেও মুখ্যসচিবকে ফোন করেছি। দ্রুত যেন কয়েকটি জায়গায় স্বাস্থ্য শিবির হয় এই বিষয়ে কথা বলেছি।“ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, “কিন্তু স্বাস্থ্য শিবির যে করব এখনও পর্যন্ত চিকিৎসকরা কাজে যোগদান করেননি।“ জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) ফের কাজে ফেরার বার্তা দেন মমতা। তাঁর কথায়, প্রতিকূল পরিস্থতিতে রাজনীতি না করে দুর্গতদের পাশে দাঁড়ান।

আরও পড়ুন: মানুষকে ডোবালে ডিভিসির সঙ্গে কোনও সম্পর্ক রাখব না: তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর









Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version