Monday, November 10, 2025

ভয়ঙ্কর অপরাধ-মারাত্মক বদনাম! অভিযোগে সন্দীপে রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

Date:

ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। লিখতে পারবেন না প্রেসক্রিপশনও। আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College And Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। আর জি কর হাসপাতালে দুর্নীতি এবং চিকিৎসক-পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে CBI হেফাজতে সন্দীপ। এই নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপযুক্ত জবাব না পেয়ে এবার রেজিস্ট্রেশন বাতিল করা হয়।এদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ সেপ্টেম্বর সন্দীপকে (Sandip Ghosh) কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। বেঙ্গল মেডিক‌্যাল কাউন্সিল ১৯১৪, সাবসিকোয়েন্ট অ‌্যামেন্ডমেন্ট ২৫(এ)(২) অ‌্যাক্ট-এর অ‌্যাপ্লায়েড মেডিক‌্যাল কাউন্সিল ৩৭(৩) ধারায় শোকজ করা হয়েছিল। বলা হয়েছিল জবাব না দিলে অথবা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সে কারণে, নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তাঁর নাম অপসারণ করা হল।মঙ্গলবারই IMA-র রাজ্য শাখার তরফে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়কে চিঠি পাঠানো হয়। সুদীপ্তকে অনুরোধ করা হয়, ‘ব্যক্তিগত সম্পর্ক’ না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হোক। বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে একটি বৈঠকে কাউন্সিল সভাপতি দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেন। মেডিক‌্যাল কাউন্সিল সূত্রে খবর, সন্দীপের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেন অধিকাংশ সদস‌্য। কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানান, কেউ অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলে বা ভয়ঙ্কর অপরাধমূলক কোনও ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সমাজে যদি অভিযুক্তের মারাত্মক বদনাম (ইনফেমাস কন্ডাক্ট) হয়, তবে রেজিস্ট্রেশন বাতিল হয়। সেই মতোই বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিলের সিদ্ধান্ত জানায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে অভিযুক্ত যদি ক্লিনচিট পেয়ে যান, তবে রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়াই নিয়ম।









Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version