Tuesday, December 16, 2025

দায়িত্ব নিয়ে নিরাপত্তা খতিয়ে দেখতে আর জি করে নতুন CP, থানা পরিদর্শনও

Date:

আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) এখনও আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। স্বাভাবিক নয় এখনও পরিস্থিতি। আর এর মধ্যেই সামনে পুজো। কার্যত পথে নেমেছেন আম জনতাও। এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবি-কে আরও সক্রিয় থাকার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নতুন নগরপাল মনোজ ভার্মা।একই সঙ্গে আরও সজাগ এবং সতর্ক হতে হবে বলেও নির্দেশে জানানো হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরেই একেবারে পুরো দমে কাজে নেমে পড়েছেন তিনি (Manoj Kumar Verma)। প্রথম দিনেই একের পর এক বৈঠক করেন ভার্মা। গোয়েন্দা ও আইবি’র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।বৃহস্পতিবার সকালে তিনি টালা থানা(TALA POLICE STATION) পরিদর্শনে যান। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর তিনি সিঁথি থানা এবং কাশীপুর থানা পরিদর্শনে যান। সেখানেও পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন।আসলে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর তিনি। কত মামলার তদন্ত এখন চলছে, তার তালিকাও নতুন পুলিশ কমিশনার চেয়েছেন বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার তিনি পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। তার পর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠক করেন।

আরজি কর হাসপাতালে বর্তমানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারাই নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। বৃহস্পতিবার সেই বাহিনীর জওয়ানদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন ভার্মা। সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আরও সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে। সে সব বিষয়ই খতিয়ে দেখেন ভার্মা।

দায়িত্ব নেওয়ার পরের দিনই লালবাজারের( LALBAZAR) বিভিন্ন বিভাগ নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। পুলিশকে তাদের নেটওয়ার্ক আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন মনোজ বর্মা। গোয়েন্দা বিভাগকে সতর্ক করার পাশাপাশি তাদের কাজের তালিকাও চেয়েছেন নতুন সিপি।থানাগুলিতে কোনও অভিযোগ এলে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেই নির্দেশও দিয়েছেন মনোজ ভার্মা।









Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version