Thursday, August 21, 2025

গরু পাচার মামলায় জামিন অনুব্রতর, পুজোর আগেই ফিরছেন বীরভূমে!

Date:

Share post:

জামিন পেলেন অনুব্রত মণ্ডল(ANUBRATA MANDAL)। গরু পাচার মামলায় জামিন পেলেন তিনি।২০২২-এর ১১ সেপ্টেম্বর গরু পাচার মামলায় গ্রেফতার হন বীরভূমের( BIRBHUM) এই নেতা।সবঠিকঠাক থাকলে পুজোর আগেই বীরভূমে ফিরছেন তিনি। রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পেয়েছেন তিনি। কিছুদিন আগেই একই মামলায় জামিন পেয়েছেন কন্যা সুকন্যা মণ্ডল। সিবিআই-এর পর ইডির মামলায় জামিন পান তিনি।

১০ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে আদালত। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হল। তিহাড় জেল থেকে এ বার তার মুক্তি শুধু সময়ের অপেক্ষা। ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ২০২৩ সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেফতার করে ইডি। তার পর তিহাড় জেলে পাঠানো হয়েছিল বাবা এবং কন্যাকে। তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। সম্প্রতি সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির মামলায় তাকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল।

দু’বছর আগে বীরভূমে নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হলেও, পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেফতার করে। বার বার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেও অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বার বার। সওয়ালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে, এই মামলায় অনুব্রতই মূল অভিযুক্ত। জামিন পেলে তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। সেই যুক্তিতে বেশ কয়েক বার অনুব্রতের জামিন খারিজ হয়। অবশেষে সিবিআই এবং ইডি, দুই মামলাতেই জামিন মঞ্জুর হল কেষ্টর।










spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...