Sunday, December 21, 2025

গরু পাচার মামলায় জামিন অনুব্রতর, পুজোর আগেই ফিরছেন বীরভূমে!

Date:

Share post:

জামিন পেলেন অনুব্রত মণ্ডল(ANUBRATA MANDAL)। গরু পাচার মামলায় জামিন পেলেন তিনি।২০২২-এর ১১ সেপ্টেম্বর গরু পাচার মামলায় গ্রেফতার হন বীরভূমের( BIRBHUM) এই নেতা।সবঠিকঠাক থাকলে পুজোর আগেই বীরভূমে ফিরছেন তিনি। রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পেয়েছেন তিনি। কিছুদিন আগেই একই মামলায় জামিন পেয়েছেন কন্যা সুকন্যা মণ্ডল। সিবিআই-এর পর ইডির মামলায় জামিন পান তিনি।

১০ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে আদালত। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হল। তিহাড় জেল থেকে এ বার তার মুক্তি শুধু সময়ের অপেক্ষা। ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ২০২৩ সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেফতার করে ইডি। তার পর তিহাড় জেলে পাঠানো হয়েছিল বাবা এবং কন্যাকে। তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। সম্প্রতি সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির মামলায় তাকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল।

দু’বছর আগে বীরভূমে নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হলেও, পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেফতার করে। বার বার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেও অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বার বার। সওয়ালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে, এই মামলায় অনুব্রতই মূল অভিযুক্ত। জামিন পেলে তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। সেই যুক্তিতে বেশ কয়েক বার অনুব্রতের জামিন খারিজ হয়। অবশেষে সিবিআই এবং ইডি, দুই মামলাতেই জামিন মঞ্জুর হল কেষ্টর।










spot_img

Related articles

যুবদের ম্যাচেও উত্তেজনা চরমে, বৈভবদের ব্যর্থতায় ট্রফির স্বপ্নভঙ্গ ভারতের

আইসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে(U19 Asia Cup) ভারতের স্বপ্নভঙ্গ, ফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতীয় যুব দলের।  ভারত-পাকিস্তান...

পরিকাঠামোহীন কয়লা খনি: দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু ২ শ্রমিকের

ঝাড়খণ্ডে(Jharkhand) আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা। শনিবার হাজারিবাগে প্রায় রাত ১১ টা নাগাদ সেন্ট্রাল কোল্ডফিল্ড(Coal Fiedl) লিমিটেডের কমান্ড এলাকায়...

মেসি কাণ্ড থেকে শিক্ষা নেওয়ার বার্তা, ইস্টবেঙ্গলকে অভিনন্দন বাইচুংয়ের

এক সপ্তাহ অতিক্রান্ত কলকাতার মেসি ইভেন্ট হয়েছে। কিন্ত তার রেশ এখনও চলছে। যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে নানা মুণির নানা...

মোদির মিথ্যে কথার জন্য আবহাওয়ার বিশ্বাসঘাতকতা! শনিবারের সভা নিয়ে খোঁচা কল্যাণের

এসআইআর প্রক্রিয়া চলাকালীন মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে নরেন্দ্র মোদি মতুয়াদের জন্য কী বার্তা দেন, তা শোনার জন্য অধীর...