Tuesday, November 4, 2025

ড্র মিনি ডার্বি, মহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র লাল-হলুদের

Date:

কলকাতা লিগে ড্র মিনি ডার্বি। এদিন নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সেখানে সাদা-কালো ব্রিগেডের কাছে ১-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করল বিনো জর্জের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল জেসিন টিকের। মহামেডানের হয়ে গোল দুটি করেন বামিয়া সামাদ এবং রবিনসন। এই ড্র-এর ফলে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট-এ দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। লিগ খেতাবের দিকে আরও একধাপ এগালো বিনো জর্জের দল।

ম্যাচে এদিন বামিয়া সামাদের গোলে ২১ মিনিটে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। মহামেডানের জোসেফ দারুণ পাস দেন হীরা মন্ডলের মাথার উপর দিয়ে। সেখান থেকে গোল দেন বামিয়া। তন্ময় ও পিভি বিষ্ণু দুই ফুটবলারকেই আজ খেলতে দেননি মহামেডান ফুটবলাররা। মূলত অ্যাটাকিং থার্ডে ও ডিফেন্সিভ থার্ডে বল ধরলেই ট্যাকেল করছিলেন সাদা-কালো ফুটবলাররা। যদিও প্রথমার্ধেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৪০ মিনিটে লাল-হলুদের হয়ে সমতা ফেরান জেসিন টিকে। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে ২-১ গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রবিনসন। পেনাল্টি বক্সের কিছুটা দূর থেকে দারুণ শটে গোল করে যান তিনি। তবে ৭৬ মিনিটে গোল শোধ করেন জেসিন। নামিবের থ্রু বল থেকে এগিয়ে আসা মহামেডান গোলকিপার শুভদীপকে বোকা বানিয়ে গোল করে যান তিনি।

এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলকে বাকি দুই ম্যাচে একটা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচ ড্র হওয়ায়, পরের দুই ম্যাচ অর্থাৎ ভবানীপুর এফসি ও ডায়মন্ড হারবার এফসি-র মধ্যে জে কোনও একটি দলের বিরুদ্ধে জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Related articles

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...
Exit mobile version