প্রায় ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে, তিলোত্তমার ধর্ষণ-খুনে দুজনকে গ্রেফতার করা ছাড়া তদন্তে তেমন এগোতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাস্থ্যভবন থেকে ধর্না-অবস্থান তুলে শুক্রবার CGO কমপ্লেক্সে অভিযানে CBI-কে নিশানা করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। মিছিল থেকে স্লোগান উঠল, “আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই“।
আর কত দিন সময় চাই? রাজ্য দাবি মেটাতেই এখন CBI-কে নিশানা জুনিয়র ডাক্তারদের
Date:
Share post: