Friday, November 7, 2025

জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি, রাজ্যের বন্যা পরিস্থিতির কতটা উন্নতি

Date:

ডিভিসির (DVC) ছাড়া জলে বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন (Nabanna)। প্রাকৃতিক দুর্যোগের কাঁটা সরতে না সরতেই দামোদর উপত্যকার বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়তে শুরু করে ডিভিসি। আর এতেই প্লাবিত হয় হাওড়া-হুগলি- দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে ইচ্ছাকৃত ভাবে এই পরিস্থিতি তৈরির দায়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। নতুন এক বিবৃতি দিয়ে জানানো হয়, আজ থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে ৬০ হাজার কিউসেক করা হবে।

ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া নিয়ে সোচ্চার বাংলার মুখ্যমন্ত্রী। এবার সেই পথেই হাঁটল কেন্দ্র। বাংলার বন্যা পরিস্থিতির সব দায় ঝাড়খণ্ড সরকারের উপর চাপালো NDA সমর্থিত জোট সরকার। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে ডিভিসির বাঁধগুলি থেকে কী পরিমাণ জল ছাড়া হবে তা ঠিক করে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি নিজেই। ঝাড়খণ্ড সরকারের নিয়ন্ত্রণাধীন তেনুঘাট বাঁধ থেকে প্রচুর পরিমাণে (সর্বোচ্চ ৮৫ হাজার কিউসেক হারে) জল ছাড়ার ফলেই সমস্যা বেড়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখেছেন মমতা। শুক্রবার নতুন করে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। যদিও ডিভিসির যু্ক্তি, আসানসোল, দুর্গাপুর ও ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছিল, তা এখন বন্ধ হওয়ায় জল ছাড়ার পরিমাণ কমানো হবে। কিন্তু তাতেও বাংলার উদ্বেগ কমছে না।


Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version