Sunday, May 4, 2025

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তদন্তে নেমে হাসপাতালের সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিককে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার শ্রীরামপুরের বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়কে (Dr Sudipta Roy) ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। গত মঙ্গলবারই তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছিল। বৃহস্পতিবার প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও (CGO) থেকে বেরিয়ে ‘তলব’ প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল বিধায়ক।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED officials) আধিকারিকেরা চিকিৎসকের তিনটে ফোন বাজেয়াপ্ত করেছিলেন। বৃহস্পতিবার সেগুলি ওপেন করে ডেটা কালেক্ট করতে অনেকটা সময় লেগেছে বলে জানিয়েছেন সুদীপ্ত রায়। পাশাপাশি তদন্তের সহযোগিতা করেছেন বলেও দাবি বিধায়কের। সূত্রের খবর অনুযায়ী, সুদীপ্তর কল লিস্টে যাদের নাম ছিল, তদন্তের স্বার্থে তাঁদেরও নাকি ডেকে পাঠানো হয়। এই বিষয়ে চিকিৎসক বলেন, প্রয়োজনে সকলের সঙ্গেই কথা বলতে পারেন তদন্তকারী অফিসাররা। এতে কোন সমস্যা নেই।


Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version