পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার, রহস্য মহারাষ্ট্রের ধুলেতে

ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রবীনের দেহ উদ্ধার হয়। স্ত্রী ও দুই সন্তান মিতেশ ও সোহমের শরীরে বিষক্রিয়া রয়েছে বলে সন্দেহ পুলিশের

চারদিন ধরে ঘরের মধ্যে পচেছে পরিবারের বাবা-মা ও দুই সন্তানের দেহ। মহারাষ্ট্রের (Maharashtra) ধুলেতে (Dhule) পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য। খুন না আত্মহত্যা তদন্তে দেওপুর থানার পুলিশ।

ধুলে জেলার সমর্থ কলোনির (Samarth colony) বাসিন্দা প্রবীন গিরাসে পেশায় সার ব্যবসায়ী ছিলেন। চারদিন ধরে তাঁদের বাড়ি তালাবন্ধ দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পচা গন্ধ বেরোতেই সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় থানায়। পরে দরজা ভেঙে পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগেই চারজনের মৃত্যু হয়েছিল বলেই সন্দেহ পুলিশের।

প্রবীন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তাঁর স্ত্রী গীতা গিরাসে একজন স্কুলশিক্ষিকা ছিলেন। পরিবারের কোনও পূর্ববর্তী সমস্যা বা ধারদেনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রবীনের দেহ উদ্ধার হয়। স্ত্রী ও দুই সন্তান মিতেশ ও সোহমের শরীরে বিষক্রিয়া রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে মৃত্যুর কারণ কী, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।