Saturday, August 23, 2025

চারদিন ধরে ঘরের মধ্যে পচেছে পরিবারের বাবা-মা ও দুই সন্তানের দেহ। মহারাষ্ট্রের (Maharashtra) ধুলেতে (Dhule) পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য। খুন না আত্মহত্যা তদন্তে দেওপুর থানার পুলিশ।

ধুলে জেলার সমর্থ কলোনির (Samarth colony) বাসিন্দা প্রবীন গিরাসে পেশায় সার ব্যবসায়ী ছিলেন। চারদিন ধরে তাঁদের বাড়ি তালাবন্ধ দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পচা গন্ধ বেরোতেই সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় থানায়। পরে দরজা ভেঙে পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগেই চারজনের মৃত্যু হয়েছিল বলেই সন্দেহ পুলিশের।

প্রবীন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তাঁর স্ত্রী গীতা গিরাসে একজন স্কুলশিক্ষিকা ছিলেন। পরিবারের কোনও পূর্ববর্তী সমস্যা বা ধারদেনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রবীনের দেহ উদ্ধার হয়। স্ত্রী ও দুই সন্তান মিতেশ ও সোহমের শরীরে বিষক্রিয়া রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে মৃত্যুর কারণ কী, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version