Thursday, August 28, 2025

বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির বুমরাহ-এর, কি রেকর্ড গড়লেন তিনি ?

Date:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। চেন্নাইয়ে বসছে এই টেস্ট ম্যাচের আসর। আজ দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭৬ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান যশপ্রীত বুমরাহ। একাই নেন চার উইকেট। আর উইকেট নিতেই নজির গড়েন ভারতীয় তারকা বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন বুমরাহ। এদিন ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করতে বুমরাহ-এর দরকার ছিল ৩ উইকেট। চেন্নাই টেস্টের আগে বুমরাহর সংগ্রহে ছিল ৩৯৭টি আন্তর্জাতিক উইকেট। টেস্টে ১৫৯টি, একদিনের ক্রিকেটে ১৪৯টি এবং টি-২০ ক্রিকেটে ৮৯টি উইকেট। ৪০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করতে তাঁর দরকার ৩টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেই মাইলফলক স্পর্শ করে ফেলেন বুমরাহ। প্রথম ওভারেই বুমরাহ ফিরিয়ে দিলেন বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামকে। অফ স্ট্যাম্পের বল ছেড়ে দিতেই তাঁর উইকেট ভেঙে যায়। তারপর বুমরাহর বলে স্লিপে খোঁচা দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম। ক্যাচ দিয়ে ফিরে গেলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদকে আউট করতেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করেন তিনি। আর সেই সুবাদে ভারতের দশম বোলার হিসাবে কীর্তি গড়লেন বুমরাহ। অপরদিকে ভারতের ষষ্ঠ জোরে বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ। এই কীর্তি রয়েছে কপিল দেব, জাহির খান, জাভাগাল শ্রীনাথ, মহম্মদ শামি, ইশান্ত শর্মার।

আরও পড়ুন- শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতেই সিরাজ-রোহিতের কাছে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version