Friday, August 29, 2025

বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির বুমরাহ-এর, কি রেকর্ড গড়লেন তিনি ?

Date:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। চেন্নাইয়ে বসছে এই টেস্ট ম্যাচের আসর। আজ দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭৬ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান যশপ্রীত বুমরাহ। একাই নেন চার উইকেট। আর উইকেট নিতেই নজির গড়েন ভারতীয় তারকা বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন বুমরাহ। এদিন ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করতে বুমরাহ-এর দরকার ছিল ৩ উইকেট। চেন্নাই টেস্টের আগে বুমরাহর সংগ্রহে ছিল ৩৯৭টি আন্তর্জাতিক উইকেট। টেস্টে ১৫৯টি, একদিনের ক্রিকেটে ১৪৯টি এবং টি-২০ ক্রিকেটে ৮৯টি উইকেট। ৪০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করতে তাঁর দরকার ৩টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেই মাইলফলক স্পর্শ করে ফেলেন বুমরাহ। প্রথম ওভারেই বুমরাহ ফিরিয়ে দিলেন বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামকে। অফ স্ট্যাম্পের বল ছেড়ে দিতেই তাঁর উইকেট ভেঙে যায়। তারপর বুমরাহর বলে স্লিপে খোঁচা দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম। ক্যাচ দিয়ে ফিরে গেলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদকে আউট করতেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করেন তিনি। আর সেই সুবাদে ভারতের দশম বোলার হিসাবে কীর্তি গড়লেন বুমরাহ। অপরদিকে ভারতের ষষ্ঠ জোরে বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ। এই কীর্তি রয়েছে কপিল দেব, জাহির খান, জাভাগাল শ্রীনাথ, মহম্মদ শামি, ইশান্ত শর্মার।

আরও পড়ুন- শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতেই সিরাজ-রোহিতের কাছে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version