Wednesday, August 20, 2025

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতেই সিরাজ-রোহিতের কাছে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?

Date:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্টে নামে দু’দল। আজ দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই মাঠে নেমেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং মহম্মদ সিরাজের কাছে ক্ষমা চেলেন ঋষভ পন্থ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার সূত্রপাত, বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজকে বল দেন রোহিত শর্মা । ওভারের পঞ্চম বল বাংলাদেশের ওপেনার জাকির হাসানের পায়ে লাগে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সিরাজ। কিন্তু আম্পায়ার আউটের আবেদন সাড়া দেননি। ডিআরএস নেওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। ডিয়ারএস-এর জন্য সেই সময় অধিনায়ক রোহিত পরামর্শ চান পন্থের কাছে। কিন্তু সম্মতি দেননি উইকেটরক্ষক। স্টাম্প মাইক্রোফোনে পন্থকে বলতে শোনা যায়, ‘‘বলের উচ্চতা বেশি না হলেও লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে।’’ পন্থ বোঝাতে চান ডিআরএস নেওয়ার দরকার নেই। পন্থের পরামর্শ মতো রোহিতও ডিআরএসের আবেদন করেননি। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, সিরাজের বলটি লেগ স্টাম্পে লাগত। বল পিচেও পড়েছিল উইকেটের সামনে। অর্থাৎ জাকির নিশ্চিত ভাবে আউট ছিলেন। রিপ্লে দেখার পর নিশ্চিত উইকেট হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে পড়েন সিরাজ। বিরক্ত হন রোহিতও। আর সেই সময় নিজের ভুল বুঝতে পেরে সিরাজ এবং রোহিতের কাছে ক্ষমা চান পন্থ। যা নিমিশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ২২৭ এগিয়ে ভারতীয় দল। চার উইকেট যশপ্রীত বুমরাহ-এর। দুটি করে উইকেট আকাশদীপ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- আজ কলকাতা লিগে মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান


Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version