Tuesday, November 4, 2025

দুই যুবককে পিটিয়ে মারার অভিযোগ ঢাকা ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে, উত্তাল বাংলাদেশ

Date:

দুই যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ঢাকা ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে। একইদিনে ঘটা দুই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের নানা প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, হত্যার আগে তাকে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা।নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। এক সময় ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর ফের মারধর করা হয় বলে জানা গিয়েছে।রাত ১০টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীরনগরের ঘটনাতেও ১ জন আটক হয়েছে। গণপিটুনির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে সকলে গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হন আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগ নেতা ও প্রাক্তন শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে তাকে দফায় দফায় মারধর করে কয়েকজন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে শামীমের মৃত্যু হয়।

 









 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version