রাজ্যের প্লাবিত এলাকায় ত্রাণ (Relief Work) বিলি শুরু করল ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha)। সংঘের পক্ষ থেকে ঘাটাল, পাঁশকুড়া, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণের কাজ শুরু হয়েছে। শুক্রবার থেকে ওই সব এলাকায় রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হল।