ইলিশ পাঠানো হচ্ছে না জেনেও ভারত ডিম পাঠিয়ে ছিল পড়শি বাংলাদেশকে (Bangladesh)। এবার দুর্গাপুজোর আগে এদেশে ইলিশ পাঠানো হবে বলে বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। শনিবার, এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পদ্মাপাড় থেকে তিন হাজার টন রুপোলি শস্য আসছে ভারতে।প্রতিবছরই প্রায় দুর্গাপুজোর (Durgapujo) আগে ১০ সেপ্টেম্বরের মধ্যে এদেশে ঢোকে বাংলাদেশের (Bangladesh) ইলিশ (Hilsha)। ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’ এর তরফে জানানো হয় এ বছর তা এখনও আসেনি। উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। সে দেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার জানান, “পশ্চিমবঙ্গের মানুষকে শারদীয়ার শুভেচ্ছা। কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে ওপারে ইলিশ পাঠাতে পাঠাব না।“ তাঁর কথায়, বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে ইলিশ মাছ কিনে খেতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, কোনও দেশেই নাকি ইলিশ রফতানি করছে না বাংলাদেশ। তবে, বাংলাদেশের ইলিশের চাহিদা ভারতের মতো অন্য দেশে এতো নেই। এই কথা সিদ্ধান্ত জানার পরেও, এপার থেকে বাংলাদেশে ডিম পাঠানো হয়। আরও খবর: কলেজের মহিলা শিক্ষক-শিক্ষাকর্মীর বদলিতে নতুন বিজ্ঞপ্তি, মহিলাদের পাশেই সরকার
এর পরে এদিন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানায়, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে এপারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের যে সব মাছ ব্যবসায়ীরা আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদনে দরকার নেই। তবে নতুন করে আবেদন করতে চাইলে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।
ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...