রক্তদানের নাটক বিজেপি নেতার! ছবি তোলা হতেই রক্ত না দিয়ে পগারপার

তাঁর রক্তচাপ (blood pressure) পরিমাপ করা হয়। এরপর চিকিৎসক সুচও বার করতেই রক্ত না দিয়ে সেখান থেকে উঠে যান তিনি

মোদির জন্মদিন বলে কথা! তা উদযাপন করতে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। আর সেখানেই নিজেও রক্তদান করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজেপি নেতা বিনোদ আগরওয়াল (Vinod Agarwal), যিনি আবার মোরাদাবাদের (Moradabad) মেয়রও বটে। সেই শিবিরে রক্ত দিতেই নির্দিষ্ট শয্যায় শুয়েছিলেন মেয়র। তবে সুচ বার করতেই অবাক কাণ্ড করে বসলেন বিজেপি নেতা। আর সেই ভিডিও (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যেখানে নেতার কীর্তি দেখে রীতিমত চমকে গিয়েছেন সকলেই।

রক্তদান মহৎ দান, সে কথা মাথায় রেখে বছরভর রক্তদান শিবিরের আয়োজন করে নানা ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা। সাধারণ মানুষকে রক্তদানের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি সামনে এগিয়ে আসেন, তবে সে পদক্ষেপ সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, বিজেপি নেতা রীতিমতো অঙ্ক কষেই সেই শিবিরে এসেছিলেন। সত্যি সত্যি রক্তদানের কোনও ইচ্ছে তাঁর ছিল না! কেবল ছবি প্রকাশ করে নাম কুড়িয়ে নেওয়াতেই ছিল তাঁর নজর!

ভিডিয়োতে দেখা গিয়েছে, রক্ত দিতে নির্দিষ্ট শয্যায় শুয়েছিলেন মেয়র। তাঁর রক্তচাপ (blood pressure) পরিমাপ করা হয়। এরপর চিকিৎসক সুচও বার করতেই রক্ত না দিয়ে সেখান থেকে উঠে যান তিনি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে কটাক্ষের শিকার হয়েছেন মোরাদাবাদের মেয়র (Mayor Moradabad)। বিতর্কের মুখে পরে তাঁর ব্যাখ্যা তিনি সুগারের রোগী (diabetic)। ফলে রক্তে শর্করার মাত্রা অনেক বেশি। সুগার আছে শুনে চিকিৎসক তাঁকে রক্ত না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিরোধীরা যদিও বিজেপি নেতার দাবি মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, শুধু ছবি তোলার জন্য রক্তদান শিবিরে গিয়েছিলেন মেয়র। পুরোটাই সস্তার পাবলিসিটি (publicity)।