মাঝ সমুদ্রে আচমকা টর্নেডো! নিখোঁজ ৯ মৎস্যজীবী

মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ডুবে যাওয়া ট্রলারের (troller) ভেতরে আটকে পড়েছেন। সেই ট্রলারটিকে উদ্ধারের পর সোজা করা হয়েছে

প্রতীকী ছবি

ফের ট্রলার ডুবি। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল ট্রলার (troller)। নিখোঁজ নয় মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ডুবে যায় এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি। বঙ্গোপসাগরে (Bay of Bengal) আচমকা টর্নেডোর (tornedo) কবলে পড়ে ট্রলারটি।

কাকদ্বীপ (Kakdwip) ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, ‘গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ (FB Baba Gobinda) নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে আট জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।’

মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ডুবে যাওয়া ট্রলারের (troller) ভেতরে আটকে পড়েছেন। সেই ট্রলারটিকে উদ্ধারের পর সোজা করা হয়েছে। তবে জাল থাকার ফলে ট্রলারের ভেতরে তল্লাশি করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্রলারটিকে উপকূলের দিকে আনা হচ্ছে। এদিকে ‌ভোররাতে খবর পেতেই নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

Previous articleবিজেপি স্টিকারেই ঘাতক গাড়ি চালকের ‘মুক্তি’! হরিয়ানায় বাইকারের মৃত্যুতে প্রশ্ন
Next articleপুজোর আগেই নয়া রূপে ‘গ্লোব’ দর্শন কলকাতার সিনেপ্রেমীদের!