Sunday, November 9, 2025

পাঠ্য সিলেবাসেই কারিগরি শিক্ষার প্রশিক্ষণ!অনন্য উদ্যোগ ভাঙড়ের সিটি ইংলিশ স্কুলে

Date:

সিলেবাসের কেন্দ্রিক লেখাপড়ার বাইরে গিয়ে স্কুল থেকেই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar, South 24 Parganas) কালিকাপুরের সিটি ইংলিশ স্কুল (City English School) । গত ১১ আগষ্ট দুপুরে স্কুল সভাঘরে এক কর্মভিত্তিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভাঙড় এক নাম্বার ব্লকের প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র (Sougata Patra)। ছিলেন সরকারি কর্মী মুন্সী আলী মাসুদ, স্কুলের সম্পাদক মিজানুর রহমান, শিক্ষার্থী সাদিয়া নাজরিন, শিক্ষক কুমার জিৎ ঘোষ, শান্তনু ঘোষ-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি পাশাপাশি অধ্যক্ষা মীনাক্ষি রায় সরকারকেও (Minakshi Roy Sarkar) পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সহশিক্ষকদেরও হাতেও সম্মাননা তুলে দেওয়া হয় করা হয়। রবিবার স্থানীয় সাংবাদিকদেরও সংবর্ধনা প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র বলেন যে, আজকের দিনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা আর গুরুত্ব বাড়ছে। এক্ষেত্রে স্কুল সিলেবাসের মধ্যেই যদি অত্যাধুনিক প্রযুক্তিগত গঠন-পাঠনকে যুক্ত করা যায়, তাহলে ভবিষ্যতে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে সেটা অনেক বেশি সুবিধা জনক হবে। এই ভাবনাকেই বাস্তবায়িত করছে সিটি ইংলিশ স্কুল। এমন উদ্যোগ সাধুবাদ যোগ্য বলেও মন্তব্য করেন তিনি। অধ্যক্ষা বলেন, বর্তমান সময় দাঁড়িয়ে ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনার দিকে আগ্রহ বাড়ছে। সে কথা প্রত্যেকটা স্কুলকেই মনে রাখতে হবে। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন যদি স্কুলের পড়াশোনার মধ্যেই ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয় প্রস্তুতি পাওয়া যায় তাহলে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়ে সমস্যার মুখে পড়তে হয় না শিক্ষার্থীদের। চ্যাট জিটিপি থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তিগত কোর্সগুলিও যাতে পঠন-পাঠনের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় অনুষ্ঠানে সেই দিয়েও আলোচনা হয়। পাশাপাশি বিদ্যালয়ের নানা কর্মকাণ্ডের একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।


Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version