আর জি কর কাণ্ডে CGO-তে হাজিরা বিরূপাক্ষ বিশ্বাসের

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে এবার বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) ডাক পড়ল সিজিও-তে। ক্রাইম সিনে সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ঘনিষ্ঠ বিরূপাক্ষর উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে কলেজে ‘দাদাগিরি’র অভিযোগও রয়েছে। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে সিবিআই (CBI ) তলব করেছে বলে মনে করা হচ্ছে। এদিন সকাল সকাল কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজিরা দিয়েছেন বিরূপাক্ষ।

বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয় যেখানে জুনিয়ার ডাক্তারকে কার্যক্রম হুমকি দিতে শোনা গেছে তাঁকে। আর জি কর আবহের মাঝেই হাসপাতালে দাদাগিরি চালানোর জন্য তাঁর বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে।


Previous articleগণবিদ্রোহের পর প্রথম নির্বাচন: অর্থনীতি ফেরার লক্ষ্যে ভোটদান শ্রীলঙ্কায়
Next articleআজ আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে মহামেডান, প্রতিপক্ষ গোয়া