Friday, August 22, 2025

প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম, শোকপ্রকাশ অভিষেকের

Date:

প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন আগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন সংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়াত প্রাক্তন সাংসদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিষেক।

সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুনার হেমব্রম। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুখে ভুগছিলেন। ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির মনোনীত প্রার্থী হন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন তিনি। গত লোকসভা ভোটে আর বিজেপি থেকে টিকিট পাননি কুনার বাবু। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের কন্যাডোবা এলাকার বাসিন্দা ছিলেন প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাঁওতালি মহল থেকে রাজনৈতিক মহলেও। ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কার্যালয় প্রাক্তন সাংসদ কুনার হেমব্রমের মৃতদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বর্তমান সাংসদ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক গণ সহ নেতৃত্বরা।

আরও পড়ুন- মর্মান্তিক! জামিন পেয়েই যোগীরাজ্যে নির্যাতিতাকে গুলি করে খুন ধর্ষণে অভিযুক্তের

 

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version