Sunday, November 2, 2025

প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম, শোকপ্রকাশ অভিষেকের

Date:

প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন আগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন সংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়াত প্রাক্তন সাংসদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিষেক।

সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুনার হেমব্রম। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুখে ভুগছিলেন। ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির মনোনীত প্রার্থী হন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন তিনি। গত লোকসভা ভোটে আর বিজেপি থেকে টিকিট পাননি কুনার বাবু। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের কন্যাডোবা এলাকার বাসিন্দা ছিলেন প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাঁওতালি মহল থেকে রাজনৈতিক মহলেও। ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কার্যালয় প্রাক্তন সাংসদ কুনার হেমব্রমের মৃতদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বর্তমান সাংসদ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক গণ সহ নেতৃত্বরা।

আরও পড়ুন- মর্মান্তিক! জামিন পেয়েই যোগীরাজ্যে নির্যাতিতাকে গুলি করে খুন ধর্ষণে অভিযুক্তের

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version