Thursday, August 21, 2025

ওয়াকফ সংশোধনী বিল: পরামর্শ জানিয়ে এলো ১ কোটির বেশি মেল!

Date:

Share post:

প্রবল সমালোচনার মুখে পড়ে ওয়াকফ (WAQF) সংশোধনী বিল পেশের আগে খানিকটা পিছু হঠতে বাধ্য হয়েছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। ওয়াকফের সঙ্গে সম্পর্কযুক্ত সকলের থেকে পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পনেরোদিনের সময়সীমার মধ্যে ১ কোটি ২০ লক্ষ মেল (e-mail) এসে পৌঁছালো জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) কাছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন এখানেই, আদৌ সেই পরামর্শ খুলে দেখা হবে, না তা শুধুই জমা থেকে যাবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ কোটি ২০ লক্ষের বেশি ইমেল এসেছে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill) নিয়ে পর্যালোচনায় ব্যস্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির (JPC) কাছে৷  ওয়াকফ বিল নিয়ে দেশবাসীর অভিমত জানতে চেয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন জারি করেছিল সংসদীয় সচিবালয়৷ তারই পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে আমজনতা৷ এত মেল কি ভাবে পড়া হবে, কিভাবে জানা হবে তার বিষয়বস্ত, তা নির্ধারণ করার জন্যই যৌথ সংসদীয় কমিটির নির্দেশে সংসদীয় সচিবালয়ের তরফে নিয়োগ করা হয়েছে ১৫ জন অতিরিক্ত আধিকারিক৷ এঁরাই রাতদিন কাজ করে সব ইমেল খতিয়ে দেখে ই মেলে উল্লিখিত মতামতের ভিত্তিতে তৈরি করবেন একটি সামারি বা সংক্ষিপ্ত সার৷ এই সামারি পেশ করা হবে যৌথ সংসদীয় কমিটির সামনে৷ এর ভিত্তিতেই তৈরি হবে জেপিসির আগামীর রূপরেখা, দাবি সংসদীয় সূত্রের৷

ওয়াকফ বিল সংশোধনীতে বিরোধী সাংসদদের চাপের মুখে পড়েই বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের পরামর্শ নেওয়ার পথে গিয়েছিল জেপিসি গত ৩০ অগাস্ট। মেল আসার সময় শেষ হওয়ার পরে তা নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু হয়। বৃহষ্পতিবারের মত শুক্রবারও নয়াদিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল জেপিসি (JPC)৷ তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং নাদিমুল হক (Nadimul Haque)৷

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...