Friday, November 28, 2025

ওয়াকফ সংশোধনী বিল: পরামর্শ জানিয়ে এলো ১ কোটির বেশি মেল!

Date:

Share post:

প্রবল সমালোচনার মুখে পড়ে ওয়াকফ (WAQF) সংশোধনী বিল পেশের আগে খানিকটা পিছু হঠতে বাধ্য হয়েছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। ওয়াকফের সঙ্গে সম্পর্কযুক্ত সকলের থেকে পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পনেরোদিনের সময়সীমার মধ্যে ১ কোটি ২০ লক্ষ মেল (e-mail) এসে পৌঁছালো জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) কাছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন এখানেই, আদৌ সেই পরামর্শ খুলে দেখা হবে, না তা শুধুই জমা থেকে যাবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ কোটি ২০ লক্ষের বেশি ইমেল এসেছে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill) নিয়ে পর্যালোচনায় ব্যস্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির (JPC) কাছে৷  ওয়াকফ বিল নিয়ে দেশবাসীর অভিমত জানতে চেয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন জারি করেছিল সংসদীয় সচিবালয়৷ তারই পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে আমজনতা৷ এত মেল কি ভাবে পড়া হবে, কিভাবে জানা হবে তার বিষয়বস্ত, তা নির্ধারণ করার জন্যই যৌথ সংসদীয় কমিটির নির্দেশে সংসদীয় সচিবালয়ের তরফে নিয়োগ করা হয়েছে ১৫ জন অতিরিক্ত আধিকারিক৷ এঁরাই রাতদিন কাজ করে সব ইমেল খতিয়ে দেখে ই মেলে উল্লিখিত মতামতের ভিত্তিতে তৈরি করবেন একটি সামারি বা সংক্ষিপ্ত সার৷ এই সামারি পেশ করা হবে যৌথ সংসদীয় কমিটির সামনে৷ এর ভিত্তিতেই তৈরি হবে জেপিসির আগামীর রূপরেখা, দাবি সংসদীয় সূত্রের৷

ওয়াকফ বিল সংশোধনীতে বিরোধী সাংসদদের চাপের মুখে পড়েই বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের পরামর্শ নেওয়ার পথে গিয়েছিল জেপিসি গত ৩০ অগাস্ট। মেল আসার সময় শেষ হওয়ার পরে তা নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু হয়। বৃহষ্পতিবারের মত শুক্রবারও নয়াদিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল জেপিসি (JPC)৷ তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং নাদিমুল হক (Nadimul Haque)৷

spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...