Tuesday, August 26, 2025

প্রবল সমালোচনার মুখে পড়ে ওয়াকফ (WAQF) সংশোধনী বিল পেশের আগে খানিকটা পিছু হঠতে বাধ্য হয়েছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। ওয়াকফের সঙ্গে সম্পর্কযুক্ত সকলের থেকে পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পনেরোদিনের সময়সীমার মধ্যে ১ কোটি ২০ লক্ষ মেল (e-mail) এসে পৌঁছালো জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) কাছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন এখানেই, আদৌ সেই পরামর্শ খুলে দেখা হবে, না তা শুধুই জমা থেকে যাবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ কোটি ২০ লক্ষের বেশি ইমেল এসেছে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill) নিয়ে পর্যালোচনায় ব্যস্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির (JPC) কাছে৷  ওয়াকফ বিল নিয়ে দেশবাসীর অভিমত জানতে চেয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন জারি করেছিল সংসদীয় সচিবালয়৷ তারই পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে আমজনতা৷ এত মেল কি ভাবে পড়া হবে, কিভাবে জানা হবে তার বিষয়বস্ত, তা নির্ধারণ করার জন্যই যৌথ সংসদীয় কমিটির নির্দেশে সংসদীয় সচিবালয়ের তরফে নিয়োগ করা হয়েছে ১৫ জন অতিরিক্ত আধিকারিক৷ এঁরাই রাতদিন কাজ করে সব ইমেল খতিয়ে দেখে ই মেলে উল্লিখিত মতামতের ভিত্তিতে তৈরি করবেন একটি সামারি বা সংক্ষিপ্ত সার৷ এই সামারি পেশ করা হবে যৌথ সংসদীয় কমিটির সামনে৷ এর ভিত্তিতেই তৈরি হবে জেপিসির আগামীর রূপরেখা, দাবি সংসদীয় সূত্রের৷

ওয়াকফ বিল সংশোধনীতে বিরোধী সাংসদদের চাপের মুখে পড়েই বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের পরামর্শ নেওয়ার পথে গিয়েছিল জেপিসি গত ৩০ অগাস্ট। মেল আসার সময় শেষ হওয়ার পরে তা নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু হয়। বৃহষ্পতিবারের মত শুক্রবারও নয়াদিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল জেপিসি (JPC)৷ তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং নাদিমুল হক (Nadimul Haque)৷

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version