Sunday, November 9, 2025

বিচারের দাবিতে পথে থাকল নাগরিক সমাজ, মশাল ঘুরল ৪২ কিলোমিটার

Date:

আর জি করের ঘটনায় নজিরবিহীন জনসমাগম ও প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য। ধর্ষণ খুনের বিচার চেয়ে লক্ষ লক্ষ মহিলা-পুরুষ-শিশু রাত দখল করেছেন একাধিক রাতে। কিন্তু যতদিন না বিচার পাওয়া যাচ্ছে, ততদিন নাগরিক সমাজও (Nagarik Samaj) যে এই ঘটনা ভুলে যেতে পারবেন না, তার আবার প্রমাণ মিলল শুক্রবারের মশাল মিছিলে। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতার ৪২ কিলোমিটার পথ হাঁটল প্রতিবাদের, বিচারের দাবির মশাল।

নাগরিক সমাজের নাম দিয়ে গত ৪২ দিনে যতবার পথে নামার ডাক দেওয়া হয়েছে বিচারের দাবিতে, কোথাও মানুষের স্বতঃস্ফূর্ততায় ভাটা পড়েনি। শুক্রবারই স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। শনিবার থেকে আংশিকভাবে কাজেও যোগ দেবেন তাঁরা। কিন্তু তাঁদের কাজে ফেরার সঙ্গে যে সাধারণ নাগরিকদের বিচারের দাবি ঠাণ্ডা ঘরে চলে যাবে না, সিবিআই (CBI)-এর থেকে সঠিক অপরাধীর গ্রেফতারির দাবি থামবে না শুক্রবার তারই প্রমাণ পাওয়া গেল।

হাইল্যান্ড পার্ক (Highland Park) থেকে মশাল নিয়ে অপরাধী গ্রেফতার ও উপযু্ক্ত শাস্তির দাবি জানানো শুরু হয়। শহরের এস এস কে এম, এন আর এস থেকে মেডিক্যাল কলেজ ছোঁয় বিশিষ্টজন থেকে সাধারণ নাগরিকদের মিছিল। এর মধ্যে অনেকেই টানা ৪২ কিমি পথ হাঁটেন। দেখা যায় ১৪ অগাস্ট রাত দখলের ডাক দেওয়া রিমঝিম সিংহ ও তাঁর অনুগামীদের। টলিউডের যে অভিনেতা অভিনেত্রীরা এই ৪২ দিনে বিভিন্ন সময়ে পথে নেমেছেন তাঁদেরও এদিন পথে নামতে দেখা যায়। তবে সেলিব্রিটির ভিড়ের থেকেও শ্যামবাজার (Shyambajar) পর্যন্ত মিছিলে সাধারণ মানুষের উপস্থিতিই বেশি করে চোখে পড়ে শুক্রবার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version