Tuesday, November 11, 2025

প্রবল সমালোচনার মুখে পড়ে ওয়াকফ (WAQF) সংশোধনী বিল পেশের আগে খানিকটা পিছু হঠতে বাধ্য হয়েছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। ওয়াকফের সঙ্গে সম্পর্কযুক্ত সকলের থেকে পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পনেরোদিনের সময়সীমার মধ্যে ১ কোটি ২০ লক্ষ মেল (e-mail) এসে পৌঁছালো জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) কাছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন এখানেই, আদৌ সেই পরামর্শ খুলে দেখা হবে, না তা শুধুই জমা থেকে যাবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ কোটি ২০ লক্ষের বেশি ইমেল এসেছে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill) নিয়ে পর্যালোচনায় ব্যস্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির (JPC) কাছে৷  ওয়াকফ বিল নিয়ে দেশবাসীর অভিমত জানতে চেয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন জারি করেছিল সংসদীয় সচিবালয়৷ তারই পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে আমজনতা৷ এত মেল কি ভাবে পড়া হবে, কিভাবে জানা হবে তার বিষয়বস্ত, তা নির্ধারণ করার জন্যই যৌথ সংসদীয় কমিটির নির্দেশে সংসদীয় সচিবালয়ের তরফে নিয়োগ করা হয়েছে ১৫ জন অতিরিক্ত আধিকারিক৷ এঁরাই রাতদিন কাজ করে সব ইমেল খতিয়ে দেখে ই মেলে উল্লিখিত মতামতের ভিত্তিতে তৈরি করবেন একটি সামারি বা সংক্ষিপ্ত সার৷ এই সামারি পেশ করা হবে যৌথ সংসদীয় কমিটির সামনে৷ এর ভিত্তিতেই তৈরি হবে জেপিসির আগামীর রূপরেখা, দাবি সংসদীয় সূত্রের৷

ওয়াকফ বিল সংশোধনীতে বিরোধী সাংসদদের চাপের মুখে পড়েই বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের পরামর্শ নেওয়ার পথে গিয়েছিল জেপিসি গত ৩০ অগাস্ট। মেল আসার সময় শেষ হওয়ার পরে তা নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু হয়। বৃহষ্পতিবারের মত শুক্রবারও নয়াদিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল জেপিসি (JPC)৷ তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং নাদিমুল হক (Nadimul Haque)৷

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version