আবহাওয়ার খেলা বদল! এক নয়, শক্তি বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত

বাংলার আকাশে দুর্যোগের চোখ রাঙানি। নিম্নচাপ সরে প্রকৃতি স্বাভাবিক হতে না হতেই ফের ফুঁসছে সাগর। উষ্ণ আর আর্দ্র আবহাওয়ার অদ্ভুত রং বদলে জেরবার বাংলার মানুষ। এর মধ্যেই মৌসম ভবনের (IMD ) সতর্কবার্তা, প্রাক পুজো মরশুমে (Pre Puja weather) ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হচ্ছে, আরেকটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পথে। অর্থাৎ দুর্যোগের জোড়া ফলা বাংলাকে বিপর্যস্ত করতে তৈরি। IMD-এর সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের দিঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে৷ পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এরই সঙ্গে আজ শনিবার আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন (Upper Air Cyclonic Circulation) উত্তর আন্দামান সাগরের তৈরি হবে। ক্রমাগত এগিয়ে যাবে উত্তর-পশ্চিম অভিমুখে। যার ফলে এই চারপাশের ক্ষেত্রে গভীর নিম্নচাপ তৈরি হবে।

হাওয়া অফিস (Weather Department) বলছে জোড়া নিম্ন চাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকবে। আগামী সোমবার থেকে ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে চলেছে। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত বাড়বে। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাতেই নয় আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরেও বৃষ্টির সতর্কতা। আগামী দুদিন ভারী বৃষ্টিপাত না হলেও, রবিবার বিকেলের পর থেকে আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে। দফায় দফায় বৃষ্টি বাড়বে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরে। বন্যার দুর্ভোগের মাঝে ফের বৃষ্টির পূর্বাভাসে মাথায় হাত বঙ্গবাসীর।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleএমারজেন্সিতে কাজে ফিরলেন ৫০ শতাংশ জুনিয়র ডাক্তার, ওপিডিতে যোগ নয় এখনই