Sunday, May 4, 2025

উত্তরবঙ্গে ঘুরপথে একাধিক ট্রেন, পুজোর আগে রেল ভোগান্তি!

Date:

Share post:

রেল ভোগান্তি অব্যাহত। দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গ রেল সফর নিয়ে এবার সমস্যায় পরতে চলেছে পাহাড় প্রেমী-সহ সাধারণ মানুষ। রাঙাপানি (Rangapani) স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য সামনের সপ্তাহে বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর,আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরিস্থিতি। ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হতে পারে যাত্রীদের।

উত্তর-পূর্ব সীমান্ত রেল (North East Frontier Railway) সূত্রে জানানো হয়েছে, আগামী শনিবার ২৮ সেপ্টেম্বর, বাতিল হচ্ছে শিলিগুড়ি জংশন-মালদহ কোর্ট ট্রেন। আগামী রবিবার ২৯ সেপ্টেম্বর বাতিল হয়েছে দু’টি ট্রেন। প্রথমটি,শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ট্রেন। দ্বিতীয়টি, মালদহ কোর্ট-শিলিগুড়ি জংশন। পাশাপাশি ২৯ সেপ্টেম্বর পটনা জংশন-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ১টায়। সেটি ছাড়বে দুপুর আড়াইটার সময়।

২৪ থেকে ২৮ সেপ্টেম্বর, ১০টি ট্রেন আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে। তবে যে সব স্টেশনে থামার কথা,প্রত্যেক স্টেশনে থামবে। ২৪ এবং ২৬ সেপ্টেম্বর শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ২৫ তারিখ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, ২৯ সেপ্টেম্বর শিয়ালদহ-সব্রুম আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর লালগড় জংশন-ডিব্রুগড় অওয়ধ অসম এক্সপ্রেস, ওখা-গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াবাটি এক্সপ্রেস, ২৮ সেপ্টেম্বর উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, পুরী-কামাখ্যা এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে।

২৪ থেকে ২৯ সেপ্টেম্বর আরও ১৫টি ট্রেন নিউ জলপাইগুড়ি জংশন-শিলিগুড়ি জংশন-আলুয়াবাড়ি রোড হয়ে ঘুরে যাবে। যে সব স্টেশনে থামার কথা,প্রত্যেক স্টেশনে থামবে। তালিকায় রয়েছে হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস, আগরতলা-দেওঘর এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর কামাখ্যা-ডাক্তার অম্বেডকর নগর মৌ এক্সপ্রেস শিলিগুড়ি জংশন-ঠাকুরগঞ্জ-আলুয়াবাড়ি রোড হয়ে ঘুরে যাবে। নিউ জলপাইগুড়ির বদলে সেই ট্রেন দাঁড়াবে শিলিগুড়ি জংশনে।

spot_img
spot_img

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...