Wednesday, December 17, 2025

জলভাসি মানুষদের পাশে ‘অভিষেকের দূত’রা, আমতায় ত্রাণসামগ্রী বিতরণ হাওড়া যুব তৃণমূলের

Date:

‘অভিষেকের দূত’ হিসেবে আমতার বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা। নেতৃত্বে ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া জেলা(গ্রামীণ) তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সহ দলের আরও অনেকে।

রবিবার ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট আমতার বন্যা কবলিত নিশ্চিন্তপুর গ্রামে কৈলাশ মিশ্রর নেতৃত্বে পৌঁছে যান হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা। হাওড়া সদর ও গ্রামীণের যুব তৃণমূল কর্মীদের সঙ্গে সেখানে ছিলেন বিধায়ক সুকান্ত পালও। প্রায় এক কোমর জমা জলে দঁড়িয়ে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ‘অভিষেকের দূত’রা। এলাকার কয়েক হাজার মানুষের হাতে জলের বোতল, বিভিন্ন শুকনো খাবার, ওষুধপত্র প্রভৃতি তুলে দেন তাঁরা। হাওড়া জেলা(সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘অভিষেকের দূত হিসেবে আমরা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছি। জলভাসি মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা সবসময় থাকবেন। তাঁদের যখন যা দরকার হবে আমরা তৎক্ষণাৎ তাঁদের হাতে তা তুলে দেব। এর জন্য আমরা দুর্গত মানুষদের দিকে সবসময় নজর রাখব। আমাদের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবসময় মানুষের যাশে থাকি। বাংলার মানুষকে বিপদে ফেলতেই কেন্দ্রের বিজেপি সরকার ডিভিসির জল ছেড়েছে। ডিভিসির ওই ছাড়া জলেই বাংলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির জলে নয়, ডিভিসির ছাড়া জলেই এই অবস্থা। তবে যতই বাংলাকে বিপদে ফেলতে ওরা চক্রাক্ত করুক সফল হবে না। অভিষেকের দূত হিসেবে আমরা হাওড়ার যুব তৃণমূলের সমস্ত কর্মীরা এক হয়ে মানুষের পাশে থেকে সাহায্য করে যাব।’

যুব তৃণমূল কর্মীদের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করছেন হাওড়ার মানুষ। হাওড়া জেলা(গ্রামীণ) দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘দুর্গত মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে আমরা সবসময় থাকছি। আমরা আবার জলভাসি মানুষদের হাতে এইভাবেই আগামীদিনে আরও ত্রাণসামগ্রী তুলে দেব।’

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version