Monday, November 3, 2025

বাংলাদেশকে বড় রানে হারিয়ে দলের প্রশংসায় রোহিত

Date:

ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় ভারতের। নাজমুল হোসেন শান্তদের ২৮০ রানে হারায় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মার। প্রশংসায় মাতলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, শুভমন গিলদের।

ম্যাচের পর রোহিত বলেন,” এই ফলাফলটা আমাদের জন্য ইতিবাচক। বিশেষ করে সামনে সূচির দিকে তাকালে তো বটেই। অনেকদিন পর টেস্ট খেললাম আমরা। সবাই ফর্মে আছে। এটা ভাল লক্ষণ। আমরা দল হিসাবে পারফর্ম করতে চাই সব সময়। “ এখানেই না থেমে রোহিত বলেন,” প্রথম ইনিংসে এগিয়ে থাকায় সুবিধা হয়েছে। কঠিন সময় কাটিয়ে ফিরে এসে পন্থ দুর্দান্ত খেলল। ও নিজেকে যেভাবে তৈরি করেছে, সেটা অনবদ্য। আইপিএলে ভাল খেলেছে। টি-২০ বিশ্বকাপে ভাল খেলেছে। তারপর টেস্ট ক্রিকেটে এমন পারফরম্যান্স। পন্থ টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসে। অনেকদিন পর লাল বলের ক্রিকেটে নেমেছে। আমরা চেয়েছিলাম ওকে যথেষ্ট সময় দিতে মানিয়ে নেওয়ার জন্য। ব্যাট হাতে ও কেমন, সেটা সকলেই জানি। দলীপ ট্রফিতেও রান করেছিল। তবে টেস্ট সব সময় আলাদা।”

এরপর দলের বোলারদের প্রশংসায় রোহিত বলেন,” আমরা দলের বোলিংকে আরও শক্তিশালী এবং বৈচিত্রময় করতে চাই। সবরকম পিচে খেলার জন্য প্রস্তুত থাকতে চাই আমরা। চেন্নাইয়ের পিচ বেশ ভাল ছিল। আমাদের বোলারেরা যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলেছে। পিচ দারুণ ছিল। লাল মাটির পিচে সবার জন্য কিছু না কিছু থাকে। একটু ধৈর্য ধরতে হয়। ভারতের কিছু পিচে প্রতি বলে কিছু না কিছু হতে পারে। এখানকার উইকেট তেমন ছিল না। রান এবং উইকেটের জন্য আমরা অপেক্ষা করেছি। তার ফল পেয়েছি। অশ্বিনই দেখিয়ে দিল পিচ কঠিন ছিল না। এখানকার পিচ ওর হাতের তালুর মতো চেনা। ঘরোয়া ক্রিকেট, আইপিএল, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রচুর ম্যাচ খেলেছে। সব ক্ষেত্রে সফলও হয়েছে।”

আরও পড়ুন- দাপট অশ্বিনের, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় ভারতের, শান্তদের হারাল ২৮০ রানে

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version